ঢাকার ধামরাইয়ের মহাসড়কের বাথুলিতে ওজন স্কেলে ব্যাপক ভাঙচুর করা হয়। এতে সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যায়, যা গত ১৬ দিনেও সচল হয়নি। কোনো জবাবদিহিতা না থাকায় অতি ওজনের গাড়ি চলাচল করায় হুমকিতে পড়েছে মহাসড়ক। সড়কগুলো দ্রম্নতই নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের ফলে স্বৈরাচার শাসক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। এতে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট হয়। সেই ভাঙচুরের কবলে পড়ে ধামরাইয়ের মহাসড়কের বাথুলি ওজন মাপার যন্ত্র। আর ওই দিন থেকেই বন্ধ হয়ে যায় স্কেলটি। গত বুধবার এ রিপোর্ট লেখা পর্যন্ত ওজন স্কেলটি সচল হয়নি।
স্কেলের দায়িত্বে থাকা কয়েকজন জানান, শিগগিরই এ স্কেল চালু না করা হলে অতি ওজনের গাড়ি চলাচলে দ্রম্নতই নষ্ট হয়ে যাবে সড়কটি।
মানিকগঞ্জের সড়ক ও জনপদ বিভাগ জানায়, দ্রম্নতই মহাসড়কের এ স্কেলটি চালু করার প্রক্রিয়া চলছে।