বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, 'একটি সরকার সাড়ে ১৫ বছর ধরে দেশ শাসন করেছে। তাদের পালাতে হবে কেন। প্রিয় রামগতিবাসী আমি আপনাদের দেখতে এসেছি বক্তব্য দিতে নয়। যারা কথায় কথায় বলতো দেশ এখন সিঙ্গাপুর কানাডা হয়েছে, এই হলো নমুনা। তারা এও বলতো প্রতিবেশী দেশ তাদের পরম বন্ধু। আমি জানি না পৃথিবীতে এমন কোন বন্ধু দেশ আছে কিনা যারা তাদের প্রতিবেশী দেশকে শুষ্ক মৌসুমে পানি বন্ধ করে শুকিয়ে মারে, আর বর্ষা মৌসুমে সমস্ত বাঁধ ছেড়ে দিয়ে চুবিয়ে মারে। আসলে এগুলো হচ্ছে ধোকা। হাজার কোটি টাকা পাচার করে দেশকে শূন্য করে রেখেছে।
ডা. শফিকুর রহমান বৃহস্পতিবার লক্ষ্ণীপুরের রামগতি উপজেলা চর পোড়াগাছা গ্রামের ৬,৭,৮ নম্বর ওয়ার্ডের টানা ভারী বর্ষণ ও মৌসুমী জোয়ারের পানিতে ডুবে থাকা ঘরবাড়িসহ জনসাধারণকে দেখতে গিয়ে এসব কথা বলেন। এ সময় ৮ নম্বর ওয়ার্ডের শেখের কিলস্না এলাকায় জড়ো হওয়া তিন শতাধিক অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ ও ত্রাণ সহায়তা দেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য কাজী দ্বিন মোহাম্মদ, লক্ষ্ণীপুর জেলা আমীর কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য মাস্টার রুহুল আমিন ভূইয়া, নায়েব আমীর ও কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য এ আর হাফিজ উলস্নাহ, সেক্রেটারী নুর নবী ফারুক, জেলা শ্রমিক কল্যাণ পরিষদ সভাপতি মোমিন উলস্নাহ, রামগতি উপজেলা আমীর ও সাবেক পৌর কাউন্সিলর আবদুর রহিম। ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন চর পোড়াগাছা ইউনিয়নের মো. মহিউদ্দিন।
এর আগে তিনি কুমিলস্না চৌদ্দগ্রাম ফেনী চৌমুহনী নোয়াখালীসহ কয়েকটি জায়গায় ভারী বর্ষণ ভারতীয় ঢলের পানিতে ভেসে যাওয়া ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন।