গাজীপুরে টিকিট বিক্রিতে অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন ৫ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

প্রকাশ | ২৩ আগস্ট ২০২৪, ০০:০০

গাজীপুর জেলা ও মহানগর প্রতিনিধি
গাজীপুরে ট্রেনের টিকিট বিক্রিতে অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনের জেরে উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর ৫ ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী জানান, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী বলাকা এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রিতে অনিয়ম দেখতে পান শিক্ষার্থীরা। ট্রেনটি বেসরকারি। ট্রেনের টিকিট বিক্রির দায়িত্বে থাকা কর্মচারীরা আসন বরাদ্দ না পাওয়া যাত্রীদের আসন দেওয়ার বিনিময়ে তিনটি টিকিটের দাম নিচ্ছিল। বিষয়টি শিক্ষার্থীদের নজরে এলে তারা বিক্ষোভ করতে থাকেন। পরে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। জয়দেবপুর রেলওয়ে স্টেশন হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল ছয় ঘণ্টা ধরে বন্ধ থাকে। ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা স্টেশনে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সোয়া ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।