বিভিন্ন ক্লিনিকে ভুয়া নার্স নির্মূলে মাদারীপুরে বিক্ষোভ অনুষ্ঠিত

প্রকাশ | ২৩ আগস্ট ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
মাদারীপুরে ভুয়া নার্স অপসারণ দাবিতে বিক্ষোভ করেন শিক্ষানবিসরা -যাযাদি
দেশের বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে কর্মরত ভুয়া নার্স নির্মূলে অভিযান পরিচালনা করার জন্য মাদারীপুরের শিক্ষানবিস কয়েকশত নার্সরা বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছে। জানা গেছে, বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে কর্মরত ভুয়া নার্স নির্মূলে অভিযান পরিচালনা করার জন্য মাদারীপুরের শিক্ষানবিস কয়েকশ' নার্স জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে এসে জড়ো হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুসরাত আজমেরী হকের কাছে তাদের দাবি সম্মিলিত স্মারকলিপি প্রদান করে। এর আগে নার্সরা সিভিল সার্জনের কাছেও স্মারক লিপি প্রদান করেন। শিক্ষানবিস নার্স নাজমুল ফেরদৌস ও সাব্বির আহসান বলেন, 'বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে নামধারী ভুয়া নার্সরা কর্মরত আছে। এ সব নার্সরা সরকারিভাবে স্বীকৃত নয়। বিভিন্ন সময় এ সব নার্সরা রোগীদের সঠিকভাবে চিকিৎসা সেবা দিতে পারছে না। অতি দ্রম্নত মাদারীপুরসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে এসব ভুয়া নার্সদের অপসারণের দাবি জানাই।'