কমিটি গঠিত
ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সদর ব্যবসায়ী কল্যাণ সমিতির নব-কমিটি গঠিত হয়েছে। সোমবার সমিতির কার্যালয়ে ব্যবসায়ীদের বৈঠকে ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়। ব্যবসায়ী সমিতি সভায় আনোয়ারা সদর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ব্যবসায়ী সুশীল ধরকে আহ্বায়ক ও মো. ইউসুফকে সদস্য সচিব করে নবগঠিত আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- মো. আনোয়ার, আলী আকবর, মোরশেদুল আলম মুন্সি, আবুল মনসুর ও রতন দাস। ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির সদস্য সচিব মো. ইউসুফ কমিটির গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
জনসভা অনুষ্ঠিত
ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি নেতা ইয়াছিন আলী মাস্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা রফিকুল ইসলাম (রফিক), মান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজ্জাম্মেল হক মুকুল, মান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল।
মতবিনিময় সভা
ম দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উপজেলা জামায়াতের নেতারা। এ সময় নবাগত ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফুলের মেলা শিশু-কিশোর সংগঠনের সদস্য দিনা ও শিফা। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সময় ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী পূর্ব জেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান লিটন, উপজেলা জামায়াতের আমির সাইফুল ইসলাম, সেক্রেটারি শামীম উদ্দিন, সাবেক আমির অধ্যাপক ফজলুল বারী সোহরাব, পৌর আমির মাওলানা রফিকুল ইসলাম।
চেক বিতরণ
ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে রোগীদের মধ্যে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন নিজে উপস্থিত থেকে রোগীদের মধ্যে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়।
ওরিয়েন্টেশন সভা
ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা পর্যায়ে সরকারি বিদ্যমান সেবাসমূহ অবহিতকরণ সম্পর্কিত ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স সেমিনার কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের পিপিইপিপি-ইইউ প্রকল্প ওসমানপুর প্রকল্প অফিসের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন প্রকল্প সমন্বয়কারী মো. ফিরোজ আহমেদ। এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দিন আহমেদ খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতা আহমদ ইশা, শাখা ব্যবস্থাপক মো. মাসুদ রানা।
সমাবেশ অনুষ্ঠিত
ম উলস্নাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের উলস্নাপাড়ায় সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ ও দখলদারিত্বের বিরুদ্ধে শান্তি ও সমৃদ্ধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বড়হর ইউনিয়নের আয়োজনে বড়হর স্কুল অ্যান্ড কলেজ মাঠে নুরে আলম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি এম. আকবর আলী। এ সময় ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, আব্দুর রাজ্জাক সন্টু, মো. আমিনুল সরকার, আব্দুস ছালাম, আবু শাহিন রেজা, শাহাদাৎ হোসেন, হায়দার আলী প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালা
ম শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে তামাকবিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোক্তাদির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান হাবিব, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, স্যানিটারি ইন্সপেক্টর শহিদুলস্নাহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, পাথারিয়া ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শান্তিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক সোহেল তালুকদার।
আলোচনা সভা
ম স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইল শহরের বুক চিরে বহমান লৌহজং নদী দখল ও দূষণরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের একটি রেস্তোরাঁয় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) ওই সভার আয়োজন করে। বিশিষ্ট সমাজকর্মী খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে ওই আলোচনা সভায় অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সমাজকর্মী জালাল আহমেদ উজ্জল, বেসরকারি উন্নয়ন সংস্থা আরপিডিও'র নির্বাহী পরিচালক রওশনারা লিলি। সভায় স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ্র চন্দ।
কমিটি ঘোষণা
ম লক্ষ্ণীপুর প্রতিনিধি
লক্ষ্ণীপুর কলেজ রোড ক্রীড়া চক্রের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আমিনুল ইসলাম রাজুকে সভাপতি ও আব্দুলস্নাহ আল খালেদকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। কমিটিতে বেলায়েত হোসেন রুবেলকে সহ-সভাপতি, আজাদ হোসেনকে সহ-সাধারণ সম্পাদক, শহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক এবং হাসান মাহমুদ শাকিলকে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনোনীত করা হয়। জানা গেছে, বুধবার দুপুরে ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মীর্জা আমজাদ হোসেন আজিম এক জরুরি সভা আহ্বান করেন। ওই সভায় পূর্বের কমিটি বিলুপ্ত করা হয়। পরে সর্বসম্মতিক্রমে রাজুকে সভাপতি ও খালেদকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
সান্মাসিক সভা
ম বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে ইরা-ক্রিয়া প্রকল্পের আয়োজনে উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে, এফ্যারটস ফর রুরাল এডভ্যান্সমেন্ট (ইরা) ক্রিয়া প্রকল্পের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মফিজুর রহমান। বক্তব্য রাখেন বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. ছবাব মিয়া, থানার এস আই মনির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াছমিন। এ সময় ছিলেন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার সুমন চন্দ্র বর্মন ও উপজেলা শিক্ষা কর্মকর্তা।
সনদপত্র বিতরণ
ম কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পলস্নী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-০৩ শীর্ষক প্রকল্পের ৩১ জন নারী কর্মীর মধ্যে ৩৭ লাখ টাকার চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মো. জাহেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মাসুমা জান্নাত। আরইআরএমপি সহকারী ট্রেনিং কর্মকর্তা মো. সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে ছিলেন উপজেলা প্রকৌশল কার্যালয়ের কার্য সহকারী ও কমিউনিটি অর্গানাইজার তুতুল বাহার খানম উর্মিসহ প্রকল্পের নারী কর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ম কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের কাহারোলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৬টায় স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এক বর্ণাঢ্যর্ যালি বের করা হয়।র্ যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মোকলেছ প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. ওয়ালিউর রহমান।
মতবিনিময় সভা
ম ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় স্টেক হোল্ডারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণী অধিদপ্তর আয়োজিত ভেটেরিনারি হাসপাতাল কার্যালয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাহাউদ্দীন সরোয়ার রিজভীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা নবোযোগদান কৃত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাপস কান্তি দত্ত। অন্যান্যদের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সোহেল।
মিছিল ও সমাবেশ
ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
শোষণমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রাম জোড়দার করতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পাটি (সিপিবি)। বুধবার দুপুরে পীরগঞ্জ উপজেলা সিপিবি'র আয়োজনে শহরের মিছিল বের করা হয়। পরে পূর্ব চৌরাস্তায় সমাবেশে পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি প্রভাত সমির শাহাজান আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মিহির ঘোষ, জেলা শাখার সভাপতি ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েমসহ সাধারণ সম্পাদক আহছানুল হক বাবু, পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুর্তজা আলম।