বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

সাতক্ষীরা কারাগার থেকে পলাতক আসামি ঝিনাইদহে গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি
  ২২ আগস্ট ২০২৪, ০০:০০
সাতক্ষীরা কারাগার থেকে পলাতক আসামি ঝিনাইদহে গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংস পরিস্থিতির সময় সাতক্ষীরা জেলা কারাগার থেকে পলাতক হত্যা মামলার আসামি শফিকুল ইসলামকে (৩৪) ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে ৫৮-বিজিবি। বুধবার দুপুরে ভারতীয় সীমান্তের মহেশপুর মাটিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার মোহনপুর গ্রামের তাইজুল ইসলামের ছেলে। তিনি স্ত্রী হত্যা মামলায় ২০২২ সালের ১ জুন থেকে সাতক্ষীরা কারাগারে ছিলেন।

ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর মোলস্না ওবায়দুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাতক্ষীরা জেলা কারাগারের অভ্যন্তরে কয়েদিদের মধ্যে দাঙ্গা সৃষ্টি হলে সুযোগ বুঝে কয়েকজন কয়েদি জেল ভেঙে পালিয়ে যান। এর মধ্যে এক আসামি ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্তের মাটিলা এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাবেন- এমন তথ্য আসে বিজিবির কাছে। সেই তথ্যের ভিত্তিতে সীমান্তের ৫২/১২ আর পিলারের কাছে মেহগনি বাগানে ভোরে অবস্থান নেয় বিজিবি। পরে দুপুর ১২টার দিকে ওই আসামি মাটিলা এলাকায় সীমান্ত পিলার ৫৩-এর কাছে ঈদগাহ এলাকায় অবস্থান করছেন জানা যায়। সে সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সীমান্ত সংলগ্ন কোদলা নদীতে ঝাঁপ দেন। পরে বিজিবি সদস্যরা নদীতে ঝাঁপ দিয়ে তাকে ধরতে সক্ষম হয়। পরে আটক ব্যক্তি স্বীকার করেন, সাতক্ষীরা কারাগার থেকে পলাতক আসামি তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে