বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

বেড়ায় দৈনিক যায়যায়দিনের প্রতিনিধির ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট

বেড়া (পাবনা) প্রতিনিধি
  ২২ আগস্ট ২০২৪, ০০:০০
বেড়ায় দৈনিক যায়যায়দিনের প্রতিনিধির ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট

দৈনিক যায়যায়দিন পত্রিকার পাবনার বেড়া উপজেলা প্রতিনিধি ও বেড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসাইনের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে নগদ অর্থসহ দোকানে থাকা মালামাল লুটপাট করেছে এলাকার সন্ত্রাসীরা। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সাংবাদিক উজ্জ্বল হোসাইনের অভিযোগ, তার বেড়া বি.বি. সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সরকারি স্কুলের সামনে 'উজ্জ্বল লাইব্রেবি এন্ড স্টেশনারী' নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর সোমবার বিকালে ওই ব্যবসা প্রতিষ্ঠানে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী ও চিহ্নিত সন্ত্রাসী অতর্কিতভাবে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা একটি কম্পিউটার, দুইটি নতুন মোবাইল ডিভাইস মেশিন, দুইটি প্রিন্টার ও দুইটি স্ক্যানারসহ আসবাবপত্র ভাঙচুর করে। ওই সময় ৫টি স্মার্ট মোবাইল ফোন, দুইটি টেলিফোন সেট, একটি টেলিভিশন, নিকন কোম্পানির উ৩১১ ও উ৫ মডেলের ২টি ডিএসএলআর ক্যামেরা এবং প্যানাসনিক কোম্পানির ঐঈ চঠ ১০০ মডেলের ভিডিও ক্যামেরাসহ দোকানের ১০ লাখ ২৫ হাজার টাকার মালামাল লুট করে সন্ত্রাসীরা। এছাড়া এক লাখ টাকার দুইটি ডেবিট কার্ড, মধুমতি আর ডাচ-বাংলার পুরাতন বই ২৫ হাজার টাকা। দোকানের আইপিএস ২ লাখ ২৫ হাজার টাকা। আমার দোকানে প্রায় ১৫০/২০০ আইটেমের পণ্য ও স্টেশনারি ছিল। বাকির খাতা ৫০/৬০ টাকার চারটি খাতা নিয়েছে। বিভিন্ন কোম্পানির সিমকার্ডসহ খাতাপত্র, স্কুল কলেজের গাইড নোট ও স্টেশনারি মালামাল লুটপাট করেছে।

দোকানে থাকা প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এছাড়া ক্যাশের ড্রয়ার থেকে নগদ এক লাখ ছিয়াশি হাজার টাকা ও বিকাশের এজেন্ট সিমসহ মোবাইল ফোন নিয়ে যায়। আমার ১২৫ সিসি হিরো হোন্ডা নিয়ে গেছে। প্রায় ২শ আইটেমের পণ্যসহ দোকানের আসবাবপত্র নিয়ে গেছে।

এমনকি আমার বাড়িতে হামলা করে আসবাবপত্র ভাঙচুর করে ঘরে থাকা স্বর্ণালংকারসহ নগদ টাকা লুটপাট করেছে। এমনকি বাড়িতে থাকা স্কুল-কলেজের সার্টিফিকেট, নামিদামি কাগজ, ডকুমেন্ট ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা আবদুস সামাদের মুক্তিযোদ্ধার সনদ, স্মাটকার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র লুটপাট করে। জীবন বাঁচাতে তিনি ১৫ দিন পালিয়ে ছিলেন। বর্তমানে পরিবার নিয়ে মানবতার জীবনযাপন করছেন।

এ ঘটনায় পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান ফজলু, বেড়া প্রেস ক্লাবের সভাপতি ডা. হান্নানসহ সাঁথিয়া ও শাহজাদপুর প্রেস ক্লাবের সাংবাদিকরা দুঃখ প্রকাশ করেন এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে