বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

হাটহাজারীতে ছাত্রদের আন্দোলনে প্রধান শিক্ষকের পদত্যাগ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২২ আগস্ট ২০২৪, ০০:০০
হাটহাজারীতে ছাত্রদের আন্দোলনে প্রধান শিক্ষকের পদত্যাগ

উপজেলার মির্জাপুর ইউনিয়নস্থ চারিয়া উচ্চ বিদ্যালয়ের অধ্যয়নরত ও প্রাক্তন শিক্ষার্থীদের টানা চার ঘণ্টারও বেশি সময় ধরে আন্দোলনে পদত্যাগ করতে বাধ্য হয়েছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিউল আজম। বুধবার তিনি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন।

সরেজমিন জানা গেছে, মঙ্গলবার জাহাঙ্গীর আলম নামে শিক্ষককে বিদ্যালয়ে পাঠ চলাকালীন সময়ে শিক্ষার্থীদের সামনে রাজনৈতিক বিষয়ে আলোচনা করেন। তা প্রধান শিক্ষক জানতে পারায় অফিসে ডেকে তাকে কানে ধরে ক্ষমা চাইতে বলেন। পরে বিষয়টি জানতে পেরে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের একটি অংশ বুধবার সকালে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে। তারা বিদ্যালয়ের মাঠে ও প্রধান শিক্ষকের কার্যালয়ের সামনে আন্দোলন করতে থাকে। এদিকে বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ অবস্থান করে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত করতে চাইলেও তা সম্ভব হয়নি।

রিপন নাথ নামে এক শিক্ষার্থী বলেন, কোনো শিক্ষক অন্যায় করলে প্রধান শিক্ষক অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন; কিন্তু তাই বলে কানে ধরে ক্ষমা চাওয়া এটা তো একজন শিক্ষককে অপমান করার শামিল। অপরদিকে বিদ্যালয়ে লিখিতভাবে পদত্যাগপত্রে স্বাক্ষর করে ওই প্রধান শিক্ষক এবং আন্দোলনকারীরা উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম মশিউজ্জামানের কাছে জমা দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে