উখিয়ায় ১ লাখ ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার

প্রকাশ | ২২ আগস্ট ২০২৪, ০০:০০

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী পালংখালীতে অভিযান চালিয়ে এক লাখ ইয়াবা ও দুইটি বিদেশি পিস্তল জব্দ করেছে বিজিবি। এ সময় একটি দেশীয় তৈরি পাইপগান, ১০ রাউন্ড পিস্তলের গুলি এবং ১৫ রাউন্ড পাইপগানের গুলিও জব্দ করা হয়। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুলস্নাহ আল মাশরুকী। তিনি জানান, গোপন তথ্যের বৃত্তিতে মঙ্গলবার রাতে উখিয়া পালংখালী বিওপি'র বিজিবি'র একটি টহলদল পূর্ব ফারির বিল নামক স্থানে কৌশলগত অবস্থান নেয়। পরে কতিপয় মাদক চোরাকারবারি সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে আসার সময় বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করলে মাদক চোরাকারবারিরা, তাদের সঙ্গে থাকা ব্যাগ ফেলে জঙ্গলের ভেতর দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম হোসেন।