শিবগঞ্জে ইউএনও'র তদারকিতে টিসিবি'র পণ্য বিক্রয়
প্রকাশ | ২২ আগস্ট ২০২৪, ০০:০০
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পূর্ণ বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক তদারকিতে উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় নির্দিষ্ট ডিলারদের মাধ্যমে ১৬২৩৭ পরিবারের মধ্যে সরকারি নির্ধারিত (স্বল্প মূল্যে) বিক্রয় করা হয়েছে। ভুক্তভোগীদের মধ্যে শিবগঞ্জ পৌরসভায় ৩৭৫৭, আটমূল ১০৮৭, মোকামতলা ১১৬৪, শিবগঞ্জ সদর ১১৯০, দেউলী ১০৪২, কিচক ১০৯৯, আটমূল ১০৮৭, বুড়িগঞ্জ ৯৩৭, বিহার ৮৯২, পিরব ৯৪৮, মাঝিহট্ট ৯৫৪, সৈয়দপুর ১০৮৯, রায়নগর ১০৮৯ পরিবারের মধ্যে এ পণ্য বিক্রয় করা হয়। সর্বশেষ মঙ্গলবার পর্যন্ত পরিবারপ্রতি ২ কেজি সয়াবিন তেল ২শ' টাকা, ২ কেজি মসুর ডাল ১২০ টাকা, ৫ কেজি চাল ১৫০ টাকা সর্বমোট ৪৭০ টাকার বিনিময়ে কার্ডধারীদের মধ্যে সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় নির্দিষ্ট ডিলারদের মাধ্যমে নিরপেক্ষতা বজায় রেখে প্রকৃত ভুক্তভোগীদের মধ্যে সুষ্ঠুভাবে সবার সহযোগিতায় এ টিসিবি'র পণ্য বিক্রি করা হয়।