বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

দিনাজপুর বোচাগঞ্জ উপজেলা আ'লীগের নেতার দুই দিনের রিমান্ড মঞ্জুর

দিনাজপুর প্রতিনিধি
  ২২ আগস্ট ২০২৪, ০০:০০
দিনাজপুর বোচাগঞ্জ উপজেলা আ'লীগের নেতার দুই দিনের রিমান্ড মঞ্জুর

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার আলী কে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে বোচাগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জয় কিশোর নাগ দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। দিনাজপুর আদালতের কোড ইন্সপেক্টর লিয়াকত আলি রিমান্ড মঞ্জুর হওয়ার সংবাদ নিশ্চিত করেছেন। গত শনিবার বোচাগঞ্জ থানায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের পক্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল মোস্তাক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

এ মামলায় সাবেক নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী ও দিনাজপুর- ২ আসনের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী, মন্ত্রীর ব্যক্তিগত সচিব আহমাদুল বাশারসহ ২৪ জন এজাহার নামীয় আসামি ও অজ্ঞাত ৭০-৭৫ জনকে আসামি করে।

গত ৫ আগস্টের পর থেকে পার্শ্ববর্তী এক উপজেলায় সপরিবারে আত্মগোপনে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার আলী। শনিবার সন্ধ্যার কিছু সময় আগে স্ত্রী-সন্তানকে সঙ্গে নিয়ে থানায় আসে বাড়ি ভাঙচুরের মামলা করতে আসেন।

এসময় বোচাগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালনকারী সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের দায়ের করা মামলায় চেয়ারম্যানকে গ্রেপ্তার করে শনিবার রাত সাড়ে এগারোটায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে