কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলাটি প্রায় দুই শতাধিক বছরের। এই উপজেলার সরারচর-পিরিজপুর-৪ কিলোমিটার রাস্তাটি খানাখন্দ ও বড় বড় শতাধিক গর্ত রয়েছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা, অটোবাইকসহ কয়েকশ' যানবাহন ওই সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করে আসছে দীর্ঘ পাঁচ বছর ধরে। এই রাস্তা দিয়ে এসব যানবাহন চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে। এই রাস্তার বিষয়ে কারও যেন মাথা ব্যথা নেই।
গত ৫ বছর আগে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হলেও নির্মাণের প্রায় এক বছর পর রাস্তাটি নষ্ট হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, এই রাস্তার দুই পাশে অনেকগুলো পুকুর থাকার কারণে অল্প সময়ে রাস্তাগুলো দুই পাশে ভেঙে যায়। রাস্তাটি যদি নিচ থেকে ওয়াল না করা হয় তাহলে রাস্তা রক্ষা করা কঠিন হয়ে যাবে বলে অনেকে ধারণা করছেন।
এদিকে, সরারচর ইউনিয়নের সরারচর বাজারটি বহু প্রাচীনতম বাজার। এই বাজারে বিগত ৪০ বছরেও ড্রেনেজ এবং পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা নেই। এই বাজারে সপ্তাহে একদিন গরুর হাট বসে। এই হাটে অনেক পাইকাররাও আগত জনগণ বাজারে প্রবেশ করলে অনেক সময় বিপদের মধ্যে পড়ে যায়। ছাগল মহল ও বাজারের ভেতরে বিভিন্ন ছোট-খাটো সবজির বাজারের মধ্যে বৃষ্টির সময় হাঁটু পানি লেগে থাকে। এই বিষয়টি সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।