যশোরের অভয়নগর ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরে সড়কে ঝরল শিক্ষকসহ ৩ প্রাণ। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
অভয়নগর (যশোর) প্রতিনিধি জানান, যশোরের অভয়নগরে মোটর সাইকেলের ধাক্কায় নিজ মাদ্রাসার সামনে মাওলানা আব্দুর রাকিব (৫০) নামে এক শিক্ষকের মৃতু্য হয়েছে। বুধবার সকালে উপজেলার নওয়াপাড়া পীরবাড়ী মাদ্রাসার সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাকিব যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ঘূণিপদ্মবিলা গ্রামের মৃত আব্দুল কাদের মৌলভীর ছেলে। তিনি নওয়াপাড়া পীরবাড়ী মাদ্রাসার মুহাদ্দিস ও আকিজ জুট মিল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন। এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, মাওলানা আব্দুর রাকিব নামে নওয়াপাড়া পীরবাড়ী মাদ্রাসার একজন শিক্ষক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ময়নাতদন্ত না করার জন্য নিহতের পরিবার থেকে আবেদন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী করণীয় ব্যবস্থাগ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি জানান, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাখরের কান্দি এলাকায় সড়ক দুর্ঘটনায় হাসিবুর রহমান মোলস্না (২৬) নামে মোটর সাইকেল চালক ও মাসুদ (২৫) নামে এক আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার বাখরের কান্দি এলাকায় ভাঙ্গামুখী লেনে এ ঘটনা ঘটেছে। নিহত হাসিবুর রহমান মোলস্না কালকিনি উপজেলার কাজিবাকাই ইউনিয়নের মৃত মিজানুর রহমান মোলস্নার ছেলে। নিহত মাসুদ ডাসার উপজেলার মাইজপাড়া এলাকার সাকিব হোসেনের ছেলে। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটর সাইকেল চালকের লাশ উদ্ধার করা হয়। এরপর স্থানীয়দের সহযোগিতায় নিহত ব্যক্তির লাশ ও আহত ব্যক্তিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে যাওয়া হয়। আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেওয়ার পথে তার মৃতু্য হয়।