খাগড়াছড়ি, গোপালগঞ্জ, গাইবান্ধা ও জামালপুরে ১৯ আগস্ট দুপুরে ঢাকার ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রম্নপে অবস্থিত বিভিন্ন গণমাধ্যম অফিসে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা এদের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি জানান, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রম্নপের ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে খাগড়াছড়ির পেশাজীবী সাংবাদিকরা। বুধবার দুপুরে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে দৈনিক বাংলাদেশ প্রতিদিন, নিউজ ২৪-এর খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ও প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. জহুরুল আলমের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসীমউদ্দীন, সহ-সভাপতি মো. জহুরুল আলম, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, আইনবিষয়ক সম্পাদক জুলহাস উদ্দিন, চ্যানেল ২৪-এর সাংবাদিক নুরুচ্ছফা মানিক, সাংবাদিক রফিকুল ইসলাম, আব্দুর রহিম হৃদয়, আব্দুর রউফ, দেব প্রসাদ ত্রিপুরা, ছোটন বিশ্বাস, মাঈন উদ্দিন, দহেন ত্রিপুরা, খাগড়াছড়ি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রবিউল ইসলাম। গণমাধ্যম কর্মীরাসহ বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা ছিলেন।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রম্নপে হামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকরা। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কের ওপর দাঁড়িয়ে হাত হাত ধরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে জেলার গণমাধ্যম কর্মীরা। এ কর্মসূচিতে বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রম্নপের প্রতিষ্ঠান দৈনিক কালের কণ্ঠের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি প্রসূন মন্ডল, বাংলাদেশ প্রতিদিনের আমিনুল হাসান শাহীন, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের একরামুল কবীর, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সামিউল আলম এবং দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি এসএম নজরুল ইসলাম। কর্মসূচিতে গোপালগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও টেলিভিশন মিডিয়ার সাংবাদিক, শুভসংঘসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা গণমাধ্যম অফিসে হামলা বা ভাঙচুর ঘটনার নিন্দা জানিয়ে বলেন, হামলা করে সাংবাদিকদের কণ্ঠ রোধ করা যাবে না। যেসব দুষ্কৃৃতকারী ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রম্নপে হামলা চালিয়ে ভাঙচুর করেছে তাদের দ্রম্নত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। প্রসঙ্গত, গত সোমবার (১৯ আগস্ট) দুপুরে ঢাকার ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রম্নপে অবস্থিত কালের কণ্ঠ, নিউজ টোয়েন্টিফোর, বাংলাদেশ প্রতিদিন, রেডিও ক্যাপিটালসহ বিভিন্ন গণমাধ্যম অফিসে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।
গাইবান্ধা প্রতিনিধি জানান, ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপেস্নক্সে হামলা ভাঙচুরের প্রতিবাদে বুধবার গাইবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। বুধবার ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিকরা ছাড়াও সংহতি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, ছাত্রনেতা, রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি অমিতাভ দাশ হিমুন। সংস্কৃতিকর্মী শিরিন আকতারের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপি জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী হাসান, ছাত্র ইউনিয়নের জেলা সম্পাদক মৈত্রেয় হাসান জয়িতা, জেলা মটর মালিক গ্রম্নপের সাধারণ সম্পাদক ইকবাল কবীর তুহিন, গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সাংবাদিক রেজাউন্নবী রাজু, রজতকান্তি বর্মন, এখন টিভির বগুড়া বু্যরোর সিনিয়র রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু, কায়সার রহমান রোমেল, জাভেদ হোসেন, মিলন খন্দকার, নিউজ টুয়েন্টিফোর টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম প্রিন্স, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সাইফুল ইসলাম মিলন, বাংলানিউজ টুয়েন্টিফোরের মোমেনুর রশিদ সাগর প্রমুখ। বক্তারা বলেন, গণমাধ্যমকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে অন্তর্বর্তীকালীন সরকার ও শিক্ষার্থীরাসহ এগিয়ে এসেছেন বিভিন্ন রাজনৈতিক দল। বক্তারা ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জামালপুর প্রতিনিধি জানান, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রম্নপসহ দেশব্যাপী গণমাধ্যম কর্মীদের ওপর হামলা এবং সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে জামালপুর জেলা প্রেস ক্লাব। বুধবার দুপুরে শহরের তমালতলাস্থ জামালপুর জেলা প্রেস ক্লাব প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি ও যায়যায়দিনের সাংবাদিক ইউসুফ আলীর সভাপতিত্বে জামালপুর সচেতন নাগরিক কমিটির (সনাক) সাবেক সভাপতি অজয় কুমার পাল, আজকের জামালপুরের সম্পাদক এমএ জলিল, বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের শুভ্র মেহেদী, নিউজ টুয়েন্টিফোরের তানভীর আজাদ মামুন, এসএ টিভি ও বাংলাদেশ বেতারের ফজলে এলাহী মাকাম, দীপ্ত টিভি ও দেশ রূপান্তরের তানভীর আহমেদ হীরা, মাই টিভির শামীম আলম, এখন টিভির জুয়েল রানা, এনটিভি ও খবরের কাগজের আসমাউল আসিফ, নিউ নেশনের শাহ্ জামাল, মোহনা টিভির উসমান হারুনী, বাংলা টিভির নূর মোহাম্মদ ফজলুল করিম কাওছার, ঢাকা পোস্টের মোত্তাসিন বিলস্নাহ, দৈনিক জনবানীর এম কাওছার সৌরভ, দৈনিক বাংলার খন্দকার রাজু আহমেদ ফুয়াদ, আনন্দ টিভির বাহা উদ্দন খান প্রমুখ বক্তব্য রাখেন।
\হদুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, মানববন্ধনে দুর্গাপুর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদারের সঞ্চালনায় প্রেস ক্লাবের সভাপতি নির্মলেন্দু সরকার বাবুলের সভাপতিত্বে অন্য সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- এস এম রফিকুল ইসলাম রফিক, তোবারক হোসেন খোকন, ধ্রম্নব সরকার, পল্টন হাজং, ধনেশ পত্রনবীশ, ডা. কামরুল ইসলাম, কালিদাস সাহা বাবু, আবিদ হাসান বাপ্পি, রিফাত আহমেদ রাসেল, সুমন রায়, নাজমুল হুদা সারোয়ার, দিলওয়ার হোসেন তালুকদার, রাজেশ গৌড়, পলাশ সাহা, বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী রাতুল খান রুদ্র, জাহিদ হাসান, কালের কণ্ঠের সাংবাদিক আল নোমান শান্ত প্রমুখ।
গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, এ ধরনের হামলা মেনে নেওয়া যায় না। হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার আহ্বান জানাই।