বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

সিরাজগঞ্জে আন্ডারপাসের দাবিতে মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জ প্রতিনিধি
  ২২ আগস্ট ২০২৪, ০০:০০
সিরাজগঞ্জে আন্ডারপাসের দাবিতে মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা -যাযাদি

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা-কোনাবাড়ী সীমান্ত বাজার এলাকায় একটি আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকাবাসী।

বুধবার কলেজ সংলগ্ন মহাসড়কে এ কর্মসূচি পালন করে। এ সময় মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিক ইউটার্ন নির্মাণের প্রতিশ্রম্নতি দেন এবং আন্ডারপাস নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা রাস্তা থেকে সরে যান।

অবরোধকারীদের আহ্বায়ক ফিরোজ বলেন, এটি কোনো ব্যক্তি স্বার্থ নয়। সর্বস্তরের মানুষের চাওয়া। রাস্তার দুই এলাকার মানুষের যাতায়াতের সুবিধার্থে একটি আন্ডারপাস বা ওভারব্রিজ খুবই প্রয়োজন। দুর্ঘটনা এড়াতে এটি দ্রম্নত কার্যকর করার জন্য এই সড়ক অবরোধ।

এ সময় ছিলেন শিক্ষক আনোয়ার হোসেন, সিরাজুল ইসলাম মুক্তি, মোতালেব, মুঞ্জুরুল আলম, কেএম ফেরদৌস, বিপস্নব দত্ত, বিপস্নব সাহা, রেজাউল, আবুল কালাম আজাদ, আব্দুস সালাম, শহিদুল, রিপন, আব্দুল আলিম, ইব্রাহিম, সুমন, আরিফ, নুরু ইসলাম, মোতালেবসহ দুই পাড়ের সাধারণ মানুষ, বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতারাসহ কয়েক শতাধিক মানুষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে