কাশিয়ানীতে শ্বশুরবাড়ি গিয়ে জামাই খুন

চার জেলায় আরও ৪ মৃতু্য

প্রকাশ | ২২ আগস্ট ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
গোপালগঞ্জের কাশিয়ানীতে শশুর বাড়িতে গিয়ে এক যুবকের খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া সাতক্ষীরার রাজৈর, দিনাজপুরের মধ্যপাড়া, খাগড়াছড়ির মানিকছড়ি ও ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে আরও চার অপমৃতু্য হয়েছে। প্রতিনিদিদের পাঠানো খবরে বিস্তারিত- কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি জানান, শশুর বাড়িতে বেড়াতে গিয়ে জামাই খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ফরিদপুর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটানাটি ঘটেছে, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কদমী গ্রামে গত মঙ্গলবার বিকালে। স্থানীয়রা জানায়, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার চরপদ্মবিলা গ্রামের নূরু মোল্যার ছেলে মিজানূর রহমান মিজান গত দুই মাস আগে আনুষ্ঠানিকভাবে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার কদমী গ্রামের মজিবর রহমানের মেয়ে জয়নাব খানমকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই স্বামী ও স্ত্রীসহ উভয় পরিবারের দ্বন্দ্ব চলে আসছিল। মিজানের শশুর মজিবর রহমান ও স্ত্রী জয়নব জানান, দুপুরে খাওয়া শেষ করে মিজান বাইরে যান। লোক মুখে জানতে পারেন তাকে খুন করা হয়েছে। পরে তারা রুপাপাত বাজারের পাশে গ্রাম্য ডাক্তার শোয়েবের বাসার সামনে গিয়ে তার মরদেহ দেখতে পান। রুপাপাত তদন্ত কেন্দ্রের ইন্সেপেক্টর ওমর আলী শরীফ জানান, লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পোস্টমর্টেম রিপোর্ট পেলে সৃতু্যর রহস্য জানা যাবে। ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি জানান, বিদু্যতের কাজ করার সময় খুঁটি থেকে পড়ে নাদিম মাহমুদ (২৮) নামে মধ্যপাড়া পাথর খনির এক শ্রমিকের মৃতু্য হয়েছে। মঙ্গলবার বিকালে খনির অভ্যন্তরে বিদু্যতের খঁটিতে উঠে বিদু্যতের লাইন মেরামতের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাদিম দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া পলিপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ও দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনির ক্যাজুয়াল শ্রমিক। মধ্যপাড়া পাথর খনির ব্যাবস্থাপনা পরিচালক আবু দাউদ মুহম্মদ ফরিদুজ্জামান বলেন, সরকারি নিয়মানুসারে তার ক্ষতিপূরণ দেওয়া হবে। রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি জানান, মাদারীপুরের রাজৈরে জনতার গণপিটুনিতে আহত ডাকাত সদস্য সোহেল শেখ (৩৫) মারা গেছেন। গত মঙ্গলবার বিকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়। তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বড় ভাটরা গ্রামের মৃত হারান শেখের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, গত শুক্রবার গভীর রাতে রাজৈর উপজেলার মধ্যবদরপাশা গ্রামে প্রবাসি মেজবাউল আকনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়। এরপর থেকে ছাত্রসমাজ রাতে এলাকায় পাহারার ব্যবস্থা করে। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে পাহারা দেওয়ার সময় রাস্তার পাশে ৭-৮ জন ডাকাতকে দেখতে পেয়ে ধাওয়া দেয়। এ সময় ডাকাত সোহেল শেখকে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে পুলিশ সোহেলকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে তিনি মারা যান। মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি জানান, খাগড়াছড়ির মানিকছড়িতে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে সাবরিনা আক্তার মৌ (১৫) নামের দশম শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। বুধবার উপজেলা সদরের মুসলিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাবরিনা মুসলিম পাড়ার বাসিন্দা মো. মহিউদ্দিনের মেয়ে এবং রানী নিহার দেবি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, গলায় ফাঁস দিয়ে এক প্রাথমিক বিদ্যালয় শিক্ষক আত্মহত্যা করেছেন। বুধবার ভোরে বাড়ির বারান্দায় টিনের চালায় শিক্ষক মোজাম্মেলের ঝুলন্ত লাশ দেখতে পায় বাড়ির লোকজন। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মাছ বাজার সংলগ্ন ঢেকনাপাড়া গ্রামে। মোজাম্মেল হক (৫৮) উত্তর বালিয়াডাঙ্গী গ্রামের মজরুদ্দিনের ছেলে। তিনি লাহিড়ী তেগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘ অসুস্থতার কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন।