যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন আরও ২২ উপসচিব। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এর আগে পদোন্নতি পাওয়া ২০১ জন যে সুবিধা পেয়েছেন, এই ২২ জনও একই সুবিধা পাবেন।
এর আগে রোববার (১৮ আগস্ট) ২০১ কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। তারা উপসচিব ও সমপর্যায়ের পদের দায়িত্বে ছিলেন।
গত ১৩ আগস্ট রাতে পদোন্নতি 'বঞ্চিত' ১১৭ জন কর্মকর্তাকে উপসচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে সচিবালয়ে পদ-পদোন্নতি থেকে 'বঞ্চিত' কর্মকর্তা-কর্মচারীদের তৎপরতা বাড়ে। এসব নিয়ে প্রায় প্রতিদিন জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সচিবালয়ে জড়ো হন তারা। এ রকম প্রেক্ষাপটের মধ্যে 'বঞ্চিত' কর্মকর্তাদের পদোন্নতির উদ্যোগ নিয়েছে অন্তর্র্বর্তী সরকার।