পাঁচ জেলায় ৭ লাশ উদ্ধার

মিরসরাইয়ে ঝরনায় ঘুরতে এসে দুই বন্ধুর মৃতু্য

প্রকাশ | ২১ আগস্ট ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
চট্টগ্রামের মিরসরাইয়ে ঝরনায় ঘুরতে এসে দুই বন্ধুর মৃতু্য হয়েছে। এছাড়াও গাজীপুরের কালীগঞ্জ, নেত্রকোনার পূর্বধলা, ময়মনসিংহের ভালুকা, সাতক্ষীরার তালা ও পাবনার সাঁথিয়া থেকে আরও সাত লাশ উদ্ধার করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের মিরসরাইয়ে খৈয়াছড়া ঝরনা এলাকায় ঘুরতে এসে বিদু্যৎস্পৃষ্টে দুই পর্যটকের মৃতু্য হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুমিলস্নার লালমাইয়ের ছোট শরিফপুর এলাকার বাসিন্দা অঞ্জনবড়ঁঈ (২১) ও একই ফয়সাল হক (২২)। তারা দুইজন বন্ধু বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার সকালে লালমাই থেকে চার বন্ধু মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় বেড়াতে যান। পানির স্রোত বেশি হওয়ায় পথ দুর্গম দেখে ঝরনা না দেখেই তারা ফেরত আসছিলেন। পথে একটি বৈদু্যতিক খুঁটির ওপর গাছ ভেঙে পড়ে। এতে বিদু্যতায়িত গাছের ডালের সঙ্গে লেগে ওই দুজনের মৃতু্য হয়। মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম বলেন, ঝরনায় দুর্ঘটনায় মৃতু্যর সংবাদ পেয়েছেন। বিস্তারিত জানেন না। খোঁজ নিচ্ছেন। কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালীগঞ্জে পৃথক স্থান থেকে দুই লাশ উদ্ধার করেছে পুলিশ। কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এলাকার টঙ্গী-ভৈরব রেল লাইনের পাশে অর্ধগলিত এক অজ্ঞাত ব্যক্তির ও উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বেতুয়া এলাকার একটি পুকুর থেকে কাউসার হোসেন ওরফে মুন্না (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার হয়। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মাহাতাব উদ্দিন। এর আগে গত সোমবার সন্ধ্যায় মরদেহ দুটি উদ্ধার হয়। কালীগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন বলেন, উদ্ধার মরদেহের মধ্যে কাউসার হোসেন ওরফে মুন্না বরিশাল জেলার বাসিন্দা। তিনি টঙ্গী এলাকায় থাকতেন। তবে রেলাইনের পাশ থেকে উদ্ধার করা মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ হবে। তবে মরদেহটি পুরুষ হলেও পচে যাওয়ার কারণে তিনি মুসলিম কিনা অন্য ধর্মের তা শনাক্ত করা সম্ভব হয়নি। দুটি মরদেহই মঙ্গলবার সকালে গাজীপুর তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে আরমান (৩) ও নুসাইবা (৩) নামে দুই শিশুর মৃতু্য হয়েছে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার খলিশাপুর ইউনিয়নের ইচুলিয়ার খলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আরমান ওই গ্রামের সবুজ মিয়া ও নুসাইবা নুর উদ্দিনের মেয়ে। তারা সম্পর্কে একে অপরের চাচাতো ভাইবোন। জানা গেছে, গত সোমবার বিকালে আরমান ও নুসাইবা খেলতে বের হয়। সন্ধ্যার পরেও তাদের দেখতে না পেয়ে বাড়ির লোকজন খুঁজতে বের হয়। একপর্যায়ে বাড়ি থেকে একটু দূরে শিশু দু'টির দেহ পুকুরে ভাসতে দেখে। ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের ভালুকায় একটি কারখানায় সুতার গাইডের নিচে চাপা পড়ে মুরাদ হোসেন (২৮) নামে এক শ্রমিকের মৃতু্য হয়েছে। সোমবার রাতে উপজেলার মেহেরাবাড়ি এলাকায় অবস্থিত বাদশা গ্রম্নপের ক্যামেলিয়ান কটন ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে। জানা যায়, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার দৈয়রকাঠি গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে মুরাদ হোসেন প্রতিদিনের মতো সোমবার ভালুকা উপজেলার মেহেরাবাড়ি এলাকায় অবস্থিত বাদশা গ্রম্নপের ক্যামেলিয়ান কটন ফ্যাক্টরিতে কর্মস্থলে যান। পরে সহকর্মীরা ফ্যাক্টরির ভেতরে খোঁজাখুঁজি করে কোথাও পাচ্ছিল না তাকে। একপর্যায়ে রাত ১০টার দিকে ফ্যাক্টরির ভেতরে ২৫০ কেজি ওজনের সুতার গেটের নিচে মুরাদকে অচেতন অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, এ ঘটনায় একটি অপমৃতু্য মামলা হয়েছে। তালা (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, সাতক্ষীরার তালায় হাসানুর রহমান (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার ভোরে উপজেলার নগরঘাটা ইউনিয়নের ত্রিশমাইল এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। হাসানুর রহমান চকরকান্দা গ্রামের ওজিয়ার রহমানের ছেলে। স্থানীয় পোড়ার বাজারে তিনি ফার্মেসির ব্যবসা করতেন। সেনাবাহিনীর তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ক্যাম্প কমান্ডার মেজর কামরুল হাসান জানান, টহলরত অবস্থায় নগরঘাটা ইউনিয়নের ত্রিশমাইল এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের দায়িত্বরত চিকিৎসক আম্বিয়া সুলতানা জানান, নিহত ব্যক্তির মাজার নিচ থেকে হাঁটু পর্যন্ত রক্ত জমাট ও ফোলা জখম ছিল। তালা থানার ওসি মমিনুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কীভাবে তার মৃতু্য হয়েছে সে বিষয়টি ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে। সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার সাঁথিয়ায় আব্দুর রাজ্জাক (৬০) নামে এক গরু ব্যবসায়ীর রহস্যজনক মৃতু্য হয়েছে। তবে পরিবারের অভিযোগ মারধরে তার মৃতু্য হয়েছে। মঙ্গলবার বেড়া উপজেলার চতুরহাটে এ ঘটনা ঘটে। নিহত রাজ্জাক সোনাতলা পশ্চিমপাড়া গ্রামের মৃত রমজান সরদারের ছেলে। স্বজনদের অভিযোগ, দুপুরে চতুরহাটে গরু কিনতে যান রাজ্জাক। সেখানে পূর্ব বিরোধের জেরে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শহিদুল ইসলাম রাজ্জাককে মারধর করে। এতে আহত হলে তাকে উদ্ধার করে বেড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাঁথিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।