বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

গ্রামের বাড়িতে মা-বাবার কবর জিয়ারত করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২১ আগস্ট ২০২৪, ০০:০০
গ্রামের বাড়িতে মা-বাবার কবর জিয়ারত করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম

অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের নিজ গ্রামের বাড়িতে আগমন করেছেন।

সোমবার সকাল সোয়া ১০টার দিকে এলাকায় প্রবেশ করেই তিনি পারিবারিক কবরস্থানে মা-বাবাসহ অন্যদের জেয়ারত ও মোনাজাত করেন। জেয়ারত ও মোনাজাত শেষে উপদেষ্টা ফারুক-ই-আজম উপস্থিত সরকারি কর্মকর্তাদের স্বাধীনভাবে ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, যেকোনো কাজে নিজের মেধাকে কাজে লাগাতে হবে। তবেই কাজের সফলতা আসবে। এদিকে এলাকার কৃতী সন্তানের আগমনের খবর পেয়ে বৃষ্টির মধ্যেও একনজর দেখার জন্য ভিড় করেন এলাকার সর্বস্তরের মানুষ। অনেকেই তাকে হাত নেড়ে সালাম ও শুভেচ্ছা জানান।

এ সময় ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম মশিউজ্জামান, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোয়েব আহমদ খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, ওসি মনিরুজ্জামান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে