হাসপাতালে এক চিকিৎসকের ওপর হামলা শাস্তির দাবিতে কর্মবিরতি
প্রকাশ | ২১ আগস্ট ২০২৪, ০০:০০
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে এক চিকিৎসকের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা কর্মবিরতি পালন করেছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এর পর থেকেই চিকিৎসকের ওপর হামলাকারীকে দ্রম্নত আইনের আওতায় এনে শাস্তির দাবিতে কর্মবিরতি শুরু করেন হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। জানা যায়, হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে জরুরি বিভাগে কর্মরত ছিলেন ডা. আবিদুর রেজা। চিকিৎসাসেবা দেওয়ার এক পর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে কয়েকজন যুবক একজন রোগীকে নিয়ে জরুরি বিভাগে আসেন। এসময় ওই যুবক চিকিৎসা দেওয়া নিয়ে ডা. আবিদুর রেজার সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ওই যুবক উত্তেজিত হয়ে ডা. আবিদুর রেজাকে মারধর করে।
এ ঘটনার পরপরই হাসপাতালের সব চিকিৎসক ও নার্সরা হামলাকারীদের দ্রম্নত আইনের আওতায় এনে শাস্তি প্রদানসহ ৩ দফা দাবিতে কর্মবিরতি শুরু করেন।
এ বিষয়ে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের আরএমও ডা. মোমিন উদ্দিন চৌধুরী জানান- আমরা প্রতিদিন শত শত মানুষকে চিকিৎসাসেবা দেই। তাই কর্মক্ষেত্রে আমাদের নিরাপত্তা থাকাটা অত্যন্ত জরুরি। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের আশ্বাসের প্রেক্ষিতে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছি।