বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

স্কুলছাত্রীর রহস্যজনক মৃতু্যর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ২১ আগস্ট ২০২৪, ০০:০০
স্কুলছাত্রীর রহস্যজনক মৃতু্যর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি

বিশ্বম্ভরপুরে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী জয়িতা দেবীর রহস্যজনক মৃতু্যর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে এক মানববন্ধন হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিশ্বম্ভরপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীর আয়োজনে অত্র বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী জয়িতা দেবীর রহস্যজনক মৃতু্যর দ্রম্নত ও সুষ্ঠু তদন্তের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিশ্বম্ভরপুর থানার সামনে সদর রোডে মানববন্ধনে ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন মেহেদী হাসান রাসেল, ইমতিয়াজ আহমেদ, প্রত্যয় বর্মণ, ওয়াহিদুজ্জামান মাসুম, আব্দুল আলিম রনি, জাহিদ আমিন নিয়াজ, ইসমাউজ্জামান উজ্জ্বল প্রমুখ।

উলেস্নখ্য, ১৩ আগস্ট উপজেলা সদর কৃষ্ণ নগর গ্রামের জিতু দেবনাথের মেয়ে জয়িতা দেবীর ঝুলন্ত লাশ নিজবাড়ি থেকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানায় একটি অপমৃতু্য ডায়েরি করা হয়েছিল।

এরপর থেকেই ওই মৃতু্যটি রহস্যজনক বলে সমালোচনা হওয়ায় সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মানববন্ধন করে।

উলেস্নখ্য, ২০২১ সালে জয়িতা দেবী তার পিতা জিতু দেবনাথ দ্বারা যৌন হয়রানির মামলা হয়েছিল। জিতু দেবনাথ দীর্ঘদিন কারাগারেও ছিলেন। জয়িতা দেবী মারা যাওয়ার পর থেকে তার পিতা জিতু দেবনাথ উধাও বলে জানা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে