নীলফামারীর সৈয়দপুর শহরের গোলাহাটস্থ ২নং উর্দুভাষী ক্যাম্পে আগুন লাগানোর হুমকির প্রতিবাদে, সূদ ও মাদক কারবারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবিতে ক্যাম্পবাসীরা মঙ্গলবার দুপুরে সৈয়দপুর প্রেস ক্লাবের সামনের খোরাক হোটেল চত্বরে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে। কর্মসূচি পালনকারীদের পক্ষে জানানো হয় এলাকার মুর্শিদ (৩২), সোহাগ (২৫), বালি, বুলু, লালু ও কালুসহ পরিবারের লোকজন তাদের সুদ ও মাদক ব্যবসার প্রতিবাদ করায় তারা ক্যাম্পে আগুন লাগিয়ে প্রতিবাদকারীদের মেরে ফেলার হুমকি দেন। তাই ক্যাম্পবাসী ও এলাকার ভুক্তভোগীরা উপায় না দেখে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য এ কর্মসূচি পালন করেছে। কর্মসূচিতে বক্তব্য রাখেন ক্যাম্প সভাপতি হামিদা বেগম, সেলিনা বেগম, রুপা, ইকবাল প্রমুখ।