অনিয়ম করে স্কুলের টাকা লুটপাট, অতিরিক্ত বেতন আদায় বন্ধ এবং বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আলতে বগুড়া শাজাহানপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে ঢাকা-বগুড়া ও বগুড়া নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তাদের মূল দাবি- ঘুষখোর ও লুটপাটকারীদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিতারিত করতে হবে।
উপজেলার গোহাইল ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বগুড়া-নাটোর মহাসড়ক অবরোধ করে। মাঝিরা উচ্চ বিদ্যালয় ও দুবলাগাড়ী কলেজের শিক্ষার্থীরা ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে। পোয়ালগাছা মুসলিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা মহাসড়ক ও নাটোর মহাসড়কের সঙ্গে সংযুক্ত বাইপাস ও লিংক সড়ক অবরোধ করে।
এ সময় তারা বলেন, বিদ্যালয়ে লাখ লাখ টাকা আয়ের খাত থাকলেও দীর্ঘদিন ধরে বিদ্যালয় উন্নয়নে কোনো অবকাঠামো মেরামত করা হয় না। ছাত্রছাত্রীদের টয়লেট পর্যন্ত নেই। উপজেলার শাহনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করতে থাকে। তারা জানায়, স্কুলের অনেক খাত থেকে আয় হয়। অথচ স্কুলগুলোতে শিক্ষার নূ্যনতম পরিবেশ নেই। এসব নানা অভিযোগে শিক্ষার্থীদের দাবীর মধ্যে রয়েছে-শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্থ লুটপাটকারী সভাপতি ও প্রধান শিক্ষকদের পদত্যাগ করতে হবে। ছাত্রদের অতিরিক্ত বেতন বন্ধ করতে হবে। স্কুলের ক্লাস রুমগুলো নোংরা পরিবেশ মুক্ত করতে হবে এবং আয়-ব্যয়ের হিসাব দিতে হবে।
এরকম পদত্যাগের দাবিতে উপজেলার প্রায় ১৫টি বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকদের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। অবরোধ ও বিক্ষোভের চলাকালে মহাসড়কের প্রায় দুই কিলোমিটার রাস্তাজুড়ে যানজটের সৃষ্টি হয় এবং একপর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।