টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষ্ণীন্দর ইউনিয়নের মুরাইদ গ্রামের নিজের জমি জবরদখল থেকে ফিরে পেতে উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসানের নিকট মো. আবু হানিফ নামে এক ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
লিখিত অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা যায়, ঘাটাইল উপজেলা লক্ষ্ণীন্দর ইউনিয়নের মুরাইদ গ্রামের মৃত জোনাব আলীর ছেলে মো. ইউসুফ আলী (৫০), মো. হযরত আলী (৪০), আ. কদ্দুস (৩৬) ও ইউসুফ আলী ছেলে মো. লুৎফর (২৭), মো. ইয়াসিনের সঙ্গে মুরাইদ মৌজায় সিএস ৩০৫নং খতিয়ানের ১৪৪৮/১৬২৮/৩৩১/ ৩৩২ ৩টি দাগে ২৭.০৭ একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে মৃত মুছা মুন্সির ছেলে আবু হানিফের সঙ্গে বিরোধ চলে আসছে। ইউসুফ আলী গংয়ের সন্ত্রাসী বাহিনী দিয়ে আবু হানিফের পৈত্রিকসূত্রে প্রাপ্ত জমি জবরদখল করে রেখেছে। জমি দখল করে ক্ষান্ত হয়নি, তার পরিবারকে হয়রানি করার জন্য টাঙ্গাইল জজ আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করে।
এ লিখিত অভিযোগের বিষয় উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসান জানান, অভিযোগের কপি প্রয়োজনীয় ব্যবস্থার জন্য উপজেলা ভূমি অফিসে পাঠানো হয়েছে।