বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

দৌলতপুরে শিক্ষার্থীদের রঙ-তুলিতে বদলে গেছে দেয়ালে চিত্র

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  ২১ আগস্ট ২০২৪, ০০:০০
দৌলতপুরে শিক্ষার্থীদের রঙ-তুলিতে বদলে গেছে দেয়ালে চিত্র

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় দেয়ালে দেয়ালে নানা রঙের আলপনা আর দৃষ্টিনন্দন ক্যালিও গ্রাফিতে দেখা দিয়েছে নতুনত্বের ছোঁয়া। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়াল ও রাস্তার পাশে বিভিন্ন স্থাপনা এবং বড় বড় ব্রিজের দেয়ালগুলো। যেখানে আগে বিভিন্ন পোস্টারে ছেয়ে ছিল, আর এখন সেই দেয়ালগুলোতে শিক্ষার্থীদের রঙ-তুলির আঁচড় পড়েছে। সেগুলো এখন নতুন রূপে সেজেছে। আর এ পরিবর্তনের পেছনে রয়েছেন শিক্ষার্থীদের ঘামঝরা, নিদ্রাহীন অবদান।

আগুনের ফুলকিরা এসো জড়ো হই দাবানল জ্বালবার মন্ত্রে বজ্রের আক্রোশে আঘাত হানি মানুষের মনগড়া তন্ত্রে' 'বল বীর, বল বীর বল উন্নত মম শির', 'আমাদের দেশের ভাগ্য আমরাই পরিবর্তন করব', 'পানি লাগবে পানি'- এমন নানা প্রতিবাদী শোভা আর আলপনায় পরিবর্তনের ছোঁয়া পরেছে শিক্ষাপ্রতিষ্ঠান, বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেয়ালে।

মঙ্গলবার দৌলতপুর থানার সীমানার প্রাচীর দেয়াল, সরকারি মতিলাল ডিগ্রী কলেজের প্রাচীরের দেয়াল, দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় সীমানা প্রাচীর, বাজারের বিভিন্ন স্থাপনার দেয়ালগুলোতে বিজয় উলস্নাসের বিভিন্ন ছবি আঁকতে দেখা যায়। দিনভর এসব দেয়ালে অংকনের কাজ করেন উপজেলার বিভিন্ন প্রতষ্ঠানের শিক্ষার্থীরা। একই সঙ্গে ছাত্র-জনতার বিজয়ের বিভিন্ন প্রতীকী ছবিও আঁকা হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ছাত্র আন্দোলনের পর সারা দেশে পরিষ্কার-পরিচ্ছন্নতার অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে রঙ-তুলির আঁচড়ে দেয়াল সাজাতে শুরু করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের হাতের তুলিতে রঙিন হয়ে উঠেছে। কালো, সাদা, লাল, নীল, হলুদ-এ যেন রঙের এক মেলা। দেখা গেল, কেউ রঙ লাগাচ্ছে, কেউ পানি ছিটাচ্ছে! প্রতিটি মুখে যেন ফুটে উঠছে এক অনাবিল আনন্দ।

সরকারি মতিলাল ডিগ্রী কলেজের শিক্ষার্থী সিমি আক্তার ও শান্ত মির্জা জানান, দেয়ালে দেয়ালে রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের পোস্টার, বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে সৌন্দর্য নষ্ট হচ্ছিল। এসব পোস্টার, ফেস্টুন অপসারণ করে সৌন্দর্য বাড়াতে দেয়ালে দেয়ালে লিখন চলছে। শিক্ষার্থীরা বিভিন্ন উক্তি শ্লোগান লিখছেন, দেখতে সুন্দরই লাগছে।

দৌলতপুরের দর্শনার্থীরা বলেন, দেয়ালে দেয়ালে শিক্ষার্থীরা বিভিন্ন উক্তি স্স্নোগান লিখছে, দেখতে খুবই সুন্দর লাগছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে