বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

১৫ বছর পর রাউজান কলেজে যোগ দিলেন বিতাড়িত ৯ শিক্ষক কর্মচারী

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২১ আগস্ট ২০২৪, ০০:০০
১৫ বছর পর রাউজান কলেজে যোগ দিলেন বিতাড়িত ৯ শিক্ষক কর্মচারী

ভিন্ন মতের কারণে চট্টগ্রামের রাউজান কলেজ (বর্তমানে সরকারি) থেকে বিতাড়িত সাতজন শিক্ষক ও দুই কর্মচারী ১৫ বছর পর স্ব স্ব পদে যোগদান করেছেন। ভুক্তভোগীদের অভিযোগ স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের রাউজানের দোসরা তাদের কলেজ থেকে তাড়িয়েছিল নানা অজুহাত দেখিয়ে।

১৫ বছর পর যারা যোগ দিয়েছেন তারা হচ্ছেন- অর্থনীতি বিভাগের প্রভাষক নজরুল ইসলাম, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ তসলিম উদ্দিন, প্রাণীবিজ্ঞান বিভাগের প্রভাষক শওকত উদ্দিন ইবনে হোসেন, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক জহুরুল আলম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোহাম্মদ আবুল মোস্তফা, আইসিটি বিভাগের প্রভাষক এসএম হাবিব উলস্নাহ, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আতিক উলস্নাহ চৌধুরী, অর্থনীতি বিভাগের প্রভাষক শামসুল আনোয়ার, মসজিদের ইমাম নুরুল আলম, নিম্নমান সহকারী আমিনুল ইসলাম পাটোয়ারী।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন রাউজান সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নাওয়াজ চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে