রাজৈরে ডাকাতদের বোমায় যুবক আহত, এক ডাকাতকে গণপিটুনি
প্রকাশ | ২১ আগস্ট ২০২৪, ০০:০০
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের রাজৈরে ডাকাত আতঙ্কে এলাকায় পাহারা দেওয়ার সময় ডাকাতদের বোমা বিস্ফোরণে টিপু বেগ (২০) নামে পাহারারত এক যুবক আহত হয়েছেন। এ সময় এক ডাকাতকে গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে গুরুতর আহত অবস্থায় ডাকাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়।
গত সোমবার গভীর রাতে উপজেলার মধ্যবদরপাশা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ডাকাত সদস্য সোহেল শেখ (৩৫) গোপালঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বড় ভাটরা গ্রামের মৃত হারান শেখের ছেলে।
এলাকাবাসী জানায়, গত শুক্রবার গভীর রাতে রাজৈর উপজেলার মধ্যবদরপাশা গ্রামে প্রবাসী মেজবাউল আকনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়। এরপর থেকে ছাত্রসমাজ রাতে এলাকায় পাহারার ব্যবস্থা করে। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে ১২জন ছাত্র পাহারা দেয়। রাত ১টার দিকে সিগারেটের গন্ধ পেয়ে ছাত্ররা এগিয়ে গেলে রাস্তার পাশে ঝোপের মধ্যে ৭-৮ জন ডাকাতকে দেখতে পেয়ে ধাওয়া দেয়। এ সময় ডাকাতরা বোমা বিস্ফোরণ ঘটায়। এতে পাহারারত টিপু বেগ (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ডাকাতদের ধাওয়া করে এলাকাবাসী। পলায়নপর ডাকাত সোহেল শেখকে (৩৫) ধরে গণপিটুনি দেয় তারা। পরে পুলিশ খবর পেয়ে ডাকাত সোহেলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করে। আহত পাহারারত যুবক টিপুকে ফরিদপুর মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়।
বোমায় আহত টিপু বেগ বলেন, 'আমরা পাহারা দেওয়ার সময় সিগারেটের গন্ধ পেয়ে এগিয়ে গেলে ৭-৮ জনের অস্ত্রধারী ডাকাত দল আমাদের উপর বোমা নিক্ষেপ করে। এ সময় আমার ডান পায়ে বোমার আঘাতে গুরুতর আহত হই। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে লোকজন এসে ধাওয়া করে এক ডাকাতকে ধরে গনপিটুনি দেয়।
রাজৈর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার আসাদ জানান, এ ব্যাপারে ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের হয়েছে।