বিদু্যৎ বিভাগের দুর্নীতি বন্ধসহ বিভিন্ন দাবিতে স্মারকলিপি প্রদান
প্রকাশ | ২১ আগস্ট ২০২৪, ০০:০০
গাইবান্ধা প্রতিনিধি
বিদু্যৎ বিভাগের দুর্নীতি বন্ধসহ বিভিন্ন দাবিতে বিদু্যৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি গাইবান্ধা জেলা শাখা মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে বিদু্যৎ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় সংগঠনের সভাপতিসহ নেতারা উপস্থিত ছিলেন।
স্মারকলিপি প্রদান পূর্ব সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক কর্মিসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি আবুল কাশেম। সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক আনাউর রহমান, আহমেদুল রহিম, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সুমন, আব্দুল হালিম, আবুল কাশেম, জহুরুল ইসলাম, আবুল কালাম, শ্রী ঋষিকেষ, নাজমুল হক, মাহাবুর মিয়া, নুরুল আমিন, আব্দুল হামিদ, শফিকুল ইসলাম, মোশাররফ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, পাহাড়ার সমানসহ বিদু্যৎ বিভাগের দুর্নীতি, প্রথমেই ক্যাপাসিটি চার্জ বাতিল, কুইকরেন্টিল দেশ থেকে চিরবিদায়, এনার্জিরেগুলেটরি কমিশনকে সক্রিয় এবং তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ, গাইবান্ধা ৫ কোটি ২৭ লাখ টাকা মিটার ছাড়া অতিরিক্ত বিল অর্ধেকে সমন্বয় হয়েছে, বিলের বাকি টাকাগুলোও সমন্বয় করা, মিথ্যা বিলের দায়ে এখনো ১০০ জনের নামে মিথ্যা মামলা রয়েছে তা প্রত্যাহার ও তাদের বিল সমন্বয় করা।