বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

নীলফামারীতে অতি দরিদ্র পরিবার উন্নয়ন কর্মসূচির গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  ২১ আগস্ট ২০২৪, ০০:০০
নীলফামারীতে অতি-দরিদ্র পরিবার উন্নয়ন কর্মসূচির গ্রাজুয়েশন অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক-আল-মাসুদ -যাযাদি

নীলফামারী সদর উপজেলার পৌর এলাকার অতি-দরিদ্র পরিবার উন্নয়ন কর্মসূচির গ্র্যাজুয়েশন অনুষ্ঠান মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া অফিসের আয়োজনে এপি অফিসের কনফারেন্স কক্ষে নির্বাচিত উপকারভোগী ও গ্রাম উন্নয়ন কমিটির সদস্যদের নিয়ে গ্রাজুয়েশন অনুষ্ঠানটি হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক-আল-মাসুদ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা এ কে এম ফরহাদ নোমান।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নীলফামারী এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার লোটাস চিসিমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন আল্ট্রপুর গ্র্যাজুয়েশন মডেল বিষয়ের উপর লাভলিহুড ফিল্ড টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিস্ট সৈয়দ সাগীর আহমেদ, জীবনমানের উন্নয়ন হয়েছে এমন পরিবারের সদস্য জবা রানী পাল, লায়লা বেগম ও নাজমা বেগম, প্রোগ্রাম অফিসার প্রশান্ত বাস্কে প্রমুখ।

শেষে নির্বাচিত উপকারভোগী ও গ্রাম উন্নয়ন কমিটির সদস্যদের মাঝে আয়বর্ধক তিনটি করে ফলজ গাছের চারা ও একজনকে চার্জার ভ্যান প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে