সাতটি গণমাধ্যম কার্যালয়ে হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সংবাদকর্মীরা। বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, নিউজ টোয়েন্টিফোর, ডেইলি সান, বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম, রেডিও ক্যাপিটালসহ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রম্নপের সাতটি গণমাধ্যম প্রতিষ্ঠানে সোমবার হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মিলিত হন তারা। এ সময় ইস্ট ওয়েস্ট মিডিয়াসহ দেশের বিভিন্ন গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠানের ওপর হামলা, ভাংচুরের প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
স্টাফ রিপোর্টার, মাদারীপুর জানান, ঢাকার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রম্নপে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মাদারীপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা। মঙ্গলবার দুপুরে মাদারীপুর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টি ফোর টিভির জেলা প্রতিনিধি বেলাল রিজভীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ। এ সময় বক্তব্য রাখেন জেলার সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান বাদল, এম আর মর্তুজা, মনজুর হোসেন প্রমুখ।
বক্তরা বলেন, বর্তমান সময়ে বাংলাদেশের প্রতিটি সংবাদ মাধ্যম যাতে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে এবং সাংবাদিকরা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সে জন্য সরকারের প্রতি আহ্বান জানান। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রম্নপে হামলাকারীদের দ্রম্নত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। বিক্ষোভ ও মানববন্ধনে ছিলেন জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষার্র্থী ও স্বেচ্ছাসেবকরা।
পাবনা প্রতিনিধি জানান, নিউজ টুয়েন্টিফোর'র পাবনা জেলা প্রতিনিধি আহমেদ উল হক রানা সঞ্চালনায় মানববন্ধন শেষ প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক আব্দুল মতিন খান, পাবনা প্রেস ক্লাবের সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের পাবনা জেলা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ, কালেরকন্ঠের পাবনা জেলা প্রতিনিধি প্রবীর সাহা, বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের পাবনা জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাসেল, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক আখিনুল ইসলাম রেমন, সাংবাদিক আবুল কালাম আজাদ, আরিফ আহমেদ সিদ্দিকী, পাভেল মৃধা, শাহিন রহমান, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা প্রমুখ।
বক্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়ার ৭টি গণমাধ্যম কার্যালয়ে হামলার নিন্দা প্রকাশ করেন। তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনসহ ঊর্ধ্বতন মহলের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।
ঝালকাঠি প্রতিনিধি জানান, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে এ মানবন্ধন কর্মসূচিতে জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ দিয়ে বক্তব্য রাখেন। চলমাত্র পরিস্থিতিতে সাংরাদেশে গণমাধ্যম এবং সাংবাদিকদের ওপর হামলা মামলা ও লুটপাটের প্রতিবাদ জানান তারা। বাংলাদেশ প্রতিদিন, নিউজ টোয়েন্টিফোর ও ডেইলি সান পত্রিকার ঝালকাঠি প্রতিনিধি এস এম রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ডেপুটি কমান্ডার প্রবীন সাংবাদিক দুলাল সাহা, সময় টেলিভিশন প্রতিনিধি পলাশ রায়, সিনিয়র আইনজীবি ও সাংবাদিক নাসির উদ্দিন কবির, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, ঝলকাঠি প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক আসম মাহমুদুর রহমান পারভেজ, জাতীয় সাংবাদিক সংস্থার ঝালকাঠি শাখার সভাপতি এমদাদুল হক স্বপন, ইনডেপিনডেন্ট টিভির প্রতিনিধি রহিম রেজা।
মানববন্ধনে সাংবাদিক ও বিভিন্ন পেশার মানুষ গত ৫ তারিখের পর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যমে হামলা ও গণমাধ্যম কর্মীদের ওপর হামলার বিচার ও সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়নের দাবি করেন।
চাঁদপুর প্রতিনিধি জানান, 'হিংসা আর সংঘাত নয় বৈষম্যহীন স্বাধীন গণমাধ্যম চাই' এই স্স্নোগানে চাঁদপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ প্রতিদিনের চাঁদপুর জেলা প্রতিনিধি নেয়ামত হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, যমুনা টিভির জেলা প্রতিনিধি কাদের পলাশ, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি খোকন কর্মকার, একাত্তর টেলিভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি আলআমিন ভুঁইয়া, বাংলানিউজ টোয়েন্টিফোর.কম'র জেলা প্রতিনিধি মাসুদ আলম, ডেইলি সানের জেলা প্রতিনিধি সেলিম রেজা, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাকির হোসেন ও চাঁবিপ্রবির শিক্ষার্থী সিয়াম হোসেন প্রমুখ।