সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ২০ আগস্ট ২০২৪, ০০:০০
প্রতিনিধি
বিদায় অনুষ্ঠান
ম হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ঐতিহ্যবাহী জোড়াদহ কলেজের বিদায় অনুষ্ঠান। রোববার জোড়াদহ কলেজের শিক্ষক মিলনায়তনে অত্র কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক মো. আব্দার আলীর বিদায় অনুষ্ঠান উপলক্ষে প্রধান অতিথি ছিলেন মো. আনিচুজ্জামান সজল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোড়াদহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম এবং সঞ্চালনা করেন অত্র কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক মো. টিপু সুলতান। বিদায়ী স্যারকে কলেজ পরিচালনা কমিটির পক্ষ থেকে নগদ এক লক্ষ টাকা প্রদান করেন। এ সময় ছিলেন অত্র কলেজের শিক্ষক-কর্মচারীসহ স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।
আর্থিক সহায়তা
ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম. এ মতিনের উদ্যোগে মোটর সাইকেল শোডাউন, পথসভা, নিহত বিএনপিকর্মীর কবর জিয়ারত, বাড়ি পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গত শনিবার উপজেলার পরানপুর ইউনিয়নের সোনাপুর ফকিরপাড়া গ্রামের নিহত বিএনপিকর্মী রমজান আলীর কবর জিয়ারত, বাড়ি পরিদর্শন ও তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। পরবর্তীতে ফেরারপথে গোপালপুর বাজারের চৌরাস্তার মোড়ে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, মান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খান।
সমন্বয় কমিটি গঠন
ম কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল কচুয়া উপজেলা শাখার আয়োজনে বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল কচুয়া উপজেলা শাখার ৭ সদস্যবিশিষ্ট্য সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। উপজেলা সমন্বয় কমিটিতে আহ্বায়ক সরদার জাহিদ, যুগ্ম আহ্বায়ক শাহিদা আক্তার, যুগ্ম আহ্বায়ক হাজরা আসাদুল ইসলাম পান্না। এছাড়া সদস্য হিসেবে শেখ তৌহিদুল ইসলাম, খান শহিদুজ্জামান মিল্টন, শেখ জাহাঙ্গীর হোসেন, অ্যাডভোকেট মাসুম শিকদার নির্বাচিত হয়। এদিন উপজেলার ৭টি ইউনিয়নে সমন্বয় কমিটির তালিকা অনুমোদন হয়।
টিন বিতরণ
ম নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটি নানিয়ারচর জোন (সুদক্ষ দশ) এর সার্বিক তত্ত্বাবধানে 'সম্প্রীতি ও উন্নয়ন' প্রকল্পের আওতায় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আর্থিক সহায়তা এবং ঘর নির্মাণের জন্য টিন বিতরণ করা হয়েছে। কর্মসূচিতে বুড়িঘাট এলাকার আব্দুল লতিফ এবং পাতাছড়ি এলাকার প্রদীপ চাকমার বৈদু্যতিক শর্ট সার্কিট হতে সৃষ্ট অগ্নিকান্ডে পুড়ে যাওয়া বসতঘর পুনঃনির্মাণের জন্য টিন প্রদান করা হয়। এছাড়াও, নানিয়ারচর উপজেলা ক্রীড়া সংস্থার উন্নত খেলাধুলা প্রশিক্ষণ এবং ক্লাবের সার্বিক উন্নতিকল্পে নানিয়ারচর জোন আর্থিক সহায়তা প্রদান করে। কর্মসূচিতে বিএ-৭৫৯৭ লে. কর্ণেল তামজিদুর রহমান চৌধুরী, পিএসসি, জোন কমান্ডার, নানিয়ারচর জোন এসব প্রদান করেন।
আইনশৃঙ্খলা মিটিং
ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলার ১নং ভারশোঁ ইউনিয়ন পরিষদে আইনশৃঙ্খলা কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ইউ'পি চেয়ারম্যানের কার্যালয়ে এ আইনশৃঙ্খলা কমিটির মিটিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউ'পি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (সুমন)। এ সময় ছিলেন ইউ'পি সচীব প্রদীপ কুমার মন্ডল, ইউ'পি সদস্য সেলিম, মজিবর, মাহফুজ, জিন্নাতুন, শামসুন নাহার, জব্বার, মাওলা, মোস্তফা, চান্দ মুন্সি, মানিকজান, হিসাব সহকারী এবং সব গ্রাম পুলিশ।
মতবিনিময় সভা
ম জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্র্রদায়িক সম্প্র্রীতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে সভায় জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেজর খান সজিবুল ইসলাম, জীবননগর থানার এস. এম জাবীদ হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির, সাধারণ সম্পাদক শামসুজজামান ডাবলু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান, পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম।
সহযোগিতা কামনা
ম উলস্নাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের উলস্নাপাড়ায় বৈরী রাজনৈতিক পরিবেশের কারণে শিক্ষার যে ক্ষতি সাধন হয়েছে তা ফিরিয়ে আনতে উপজেলার সব মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করছেন বিএনপির জাতীয় নির্বাহীর কমিটির সদস্য সাবেক এমপি এম আকবর আলী। সোমবার সকালে উপজেলা শহরের মোমেনা আলী বিজ্ঞান স্কুল মাঠে, মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি এম আকবর আলী। এ সময় ছিলেন উলস্নাপাড়া সরকারি মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আব্দুল হান্নান, বিজ্ঞান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোক্তার হোসেন, আরএস কলেজের অধ্যক্ষ আবু জাফরসহ অনেকে।
কর্মী সম্মেলন
ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালের কার্যালয়ে নিকলী ও বাজিতপুর উপজেলার সাংগঠনিক বিষয়ে কর্মী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান মনির, যুগ্ম আহ্বায়ক মহসিন মিয়া, আলে মো. আলম, যুবদলের আহ্বায়ক এম আবুল খায়ের, ছাত্রদলের সদস্য সচিব ইফতেকার হায়দার ইফতি। অনুষ্ঠানটি পরিচালনা করেন সরারচর ইউনিয়ন বিএনপি লিটন ভূঁইয়া। এ সময় ছিলেন দুই উপজেলার বিএনপিসহ অঙ্গসংঠনের নেতাকর্মীরা।
মতবিনিময় সভা
ম সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার সাঁথিয়ায় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে চলমান সংকট নিরসনে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল হক, সেনাবাহিনী অফিসার ক্যাপ্টেন মাহাদী, সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা, সাঁথিয়া প্রেস ক্লাবের সবেক সভাপতি জয়নুল আবেদিন রানা, সাঁথিয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অসিম কুমার দাস, সাধারণ সম্পাদক সুশীল কুমার দাস।
আনন্দ মিছিল
ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
উপজেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার ও পৌর মেয়র ফকরুজ্জামান মতিনকে অপসারণ করায় জামালপুরের বকশীগঞ্জে আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী। সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারির পর আনন্দ উলস্নাসে ফেটে পড়েন বকশীগঞ্জবাসী। মিছিল শেষে সমাবেশে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরকার রাসেল, প্রভাষক রোকনুজ্জামান রুকন, ইউপি সদস্য মানিক খান, সাবেক যুবদল নেতা কাজী মিজান প্রমুখ। বক্তারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়রকে অপসারণ করায় ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভা অনুষ্ঠিত
ম মোলস্নাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাট জেলার মোলস্নাহাট উপজেলার কাহালপুর মধ্যপাড়ায় বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় কাহালপুর মধ্যপাড়া ময়নার মোড়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী মো. মাসুদুর রহমান?। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে উক্ত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় মুরব্বি মো. খোকন মিয়া। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য রুনা কাজী, ফকিরহাট যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন, বিএনপি নেতা অ্যাডভোকেট মো. মফিজুর রহমান।
দোয়া ও সমাবেশ
ম ঝিনাইদহ প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদ ও মুগ্ধসহ হাজারো শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দোয়া ও সমাবেশ করেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। শুক্রবার বিকালে কালীগঞ্জ বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত দোয়া ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিনাইদহ-৪ থেকে চার চার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ এম শহীদুজ্জামান বেল্টু। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেত্রী সাবেক সাংসদ পত্নী মুরশিদাজ্জামান পপি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল, জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ইসরাইল হোসেন জীবন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ মোল্যা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফারসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতাকমীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান।