বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

পোরশার পুনর্ভবায় সুতি জাল নিধনে যৌথ অভিযান

পোরশা (নওগাঁ) প্রতিনিধি
  ২০ আগস্ট ২০২৪, ০০:০০
পোরশার পুনর্ভবায় সুতি জাল নিধনে যৌথ অভিযান

পুনর্ভবায় অবৈধ সুতি জাল নিধনে নওগাঁর পোরশায় বিজিবি ও মৎস্য অফিসের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার বিকালে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেনের নেতৃত্বে মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান এবং ১৬ বিজিবি নিতপুর কোম্পানির কোম্পানি কমান্ডার সুবেদার মুনসেদ আলীসহ বিজিবি'র একটি টহল দল এই অভিযানে অংশগ্রহণ করেন। এ সময় ভারতীয় সীমান্তের মেইন পিলার ২৩০/৫৮আর-এর কাছে পুনর্ভবা নদীতে অবৈধ সুতি জাল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এতে নদিতে ১টি সুতি জাল পাওয়া যায়। পরে সুতি জালটি সবার উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে