স্বৈরাচার শেখ হাসিনার সব অপকর্মের বিচার হবে -মাহমুদুর রহমান মান্না
প্রকাশ | ২০ আগস্ট ২০২৪, ০০:০০
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
'নাগরিক ঐক্য'র কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, স্বৈরাচার লুটেরা খুনি শেখ হাসিনার সব অপকর্মের বিচার করা হবে। দেশের ক্রান্তিলগ্নে লাখ লাখ কোটি টাকা লুটপাট করে দেশে সীমাহীন দুর্নীতি, নির্যাতন, নিপীড়ন এবং দলীয় ক্যাডারদের মাধ্যমে নিরীহ ছাত্র-জনতার ওপর প্রশাসনের প্রভাব খাটিয়ে বিভিন্ন বাহিনী দিয়ে নিরীহ ছাত্রদের হত্যা করেছে। হাসিনা সরকার দেশকে তলাবিহীন ঝুড়ি বানিয়ে অর্থনীতির অবস্থা পঙ্গু করেছে। এই আন্দোলনের মাধ্যমে দেশ আজ নতুন করে স্বাধীন হয়েছে। পরাজয় হয়েছে হাসিনা সরকারের। ছাত্র রাজনীতি কখনো বৃথা যায়নি। এই ছাত্ররাই একদিন এদেশের হাল ধরবে।
সোমবার নাগরিক ঐক্য শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শহীদ মুগ্ধ চত্বরে বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। নাগরিক ঐক্যের আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল বাছেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুলস্নাহ্ কাওসার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সৈকত আমিন বিদু্যৎ, সাজু আলম, সোহেল রানা, আব্দুর রাজ্জাক, হারুনুর রশিদ, এনামুল হক, শাহিন ইসলাম, মজিবুর রহমান, আতাউর রহমান, হাবিবুর রহমান হাবিব, রনি ইসলাম, যুব ঐক্যর আহ্বায়ক অমিত হাসান, সদস্যসচিব আব্দুর রাজ্জাক, ছাত্র ঐক্য নেতা বাছেদ মাহমুদ তুষার, সিয়াম হোসেন।