বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

শায়েস্তাগঞ্জে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  ২০ আগস্ট ২০২৪, ০০:০০
শায়েস্তাগঞ্জে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

শায়েস্তাগঞ্জে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেন বৈষম্যবিরোধী ছাত্ররা। শায়েস্তাগঞ্জে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের সীমাহীন দুর্নীতি ও টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। রোববার বিকাল সাড়ে ৩টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে পস্নাটফর্মে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি, রেলওয়ে কোয়ার্টার বাণিজ্য, বিদু্যৎ বাণিজ্য চরম আকার ধারণ করেছে। কালোবাজারিদের কারণে সাধারণ যাত্রীরা টিকিট পাচ্ছেন না। ফলে দ্বিগুণ মূল্যে টিকিট ক্রয় করতে হয়। এছাড়াও রেলওয়ের পিডবিস্নও সাইফুলস্নাহ রিয়াদ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে আতাত করে রেললাইনের পাতসহ নানান যন্ত্রপাতি বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এবং ঢাকায় তার একাধিক বাড়ি ও ফ্ল্যাট রয়েছে।

এছাড়াও চতুর্থ শ্রেণির একাধিক কর্মচারী মিলে রেলের নিয়োগ বাণিজ্য, অস্থায়ী কর্মচারীদের থেকে মাসোহারা নেওয়াসহ নানান অপরাধমূলক কর্মকান্ডে জড়িত রয়েছেন বলে অভিযোগ আছে।

এ সময় রেলওয়ে পূর্বাঞ্চল, চিফ ইঞ্জিনিয়ার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি পাঠাবেন মর্মে হুঁশিয়ারি দেন বক্তারা। মানববন্ধন শেষে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার গৌর প্রসাদ দাস পলাশের কাছে তাদের দাবি তুলে ধরা হলে তিনি দুর্নীতি ও কালোবাজারি বন্ধে পদক্ষেপ নিবেন বলে আশ্বাস দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে