বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

জয়পুরহাটে ভাদসা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু

জয়পুরহাট প্রতিনিধি
  ২০ আগস্ট ২০২৪, ০০:০০
জয়পুরহাটে ভাদসা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু

জয়পুরহাট সদর উপজেলার ৩নং ভাদসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে সদর উপজেলা প্রশাসন।

সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের নির্দেশে ভাদসা ইউনিয়ন পরিষদে গিয়ে তদন্ত শুরু করেন সদরের সহকারী কমিশনার ভূমি আরিফুর রহমান। সেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীনের জিম্মায় থাকা ত্রাণের চাল, ভিজিডির চাল, শিশু খাদ্যের প্যাকেট, গম বীজ, ৫৫০ পিচ কম্বল, মাস্ক, সার, কিটনাশক, বিভিন্ন প্রকার বীজ, খালি বস্তাসহ বিভিন্ন সামগ্রী পান এবং সেগুলো সিজার লিস্ট করে নেন। এ ব্যাপারে পরবর্তীতে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তদন্তকারী কর্মকর্তা।

জানা গেছে, গত কয়েকদিন আগে ভাদসা ইউনিয়নের মেম্বার শাহ আলম বাদী হয়ে চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য দিয়ে জয়পুরহাট জেলা প্রশাসকের নিকট আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে প্রশাসন এই তদন্ত কমিটি গঠন করে তা তদন্তের নির্দেশ দিলে তদন্ত শুরু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে