শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন রিভারাইন পিপলের নেতারা
প্রকাশ | ২০ আগস্ট ২০২৪, ০০:০০
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
আওয়ামী স্বৈরাচার সরকার উৎখাত আন্দোলনে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন নীলফামারী জেলা নদী সুরক্ষা কমিটির (রিভারাইন পিপল) নেতৃবৃন্দ।
সোমবার দুপুরে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মদনখালি ইউনিয়নের বাবনপুর জাফরপাড়া গ্রামে কবর জিয়ারতের সময় ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান এবং রিভারাইন পিপলের পরিচালক ডক্টর তুহিন ওয়াদুদ, রিভারাইন পিপলের নীলফামারী জেলা সমন্বয়ক আব্দুল ওয়াদুদ, শালকি নদী সুরক্ষা কমিটি রিভারাইন পিপলের আহ্বায়ক আমিনুর রহমান, সদস্য-সচিব সাংবাদিক জুলফিকার আলী ভুট্টো, দেওনাই নদী সুরক্ষা কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন সবুজ, সদস্য আবু তোহা, রবিউল ইসলাম, দেওনাই শাখা নদী সুরক্ষা কমিটির সদস্য আতিকুর রহমান মনি, শহিদুল ইসলাম, নুরুল ইসলাম প্রমুখ। এ সময় শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং সমবেদনা জ্ঞাপন করেন।