উলস্নাপাড়ায় বিএনপির সাবেক এমপি এম আকবর আলীর সংবাদ সম্মেলন
প্রকাশ | ২০ আগস্ট ২০২৪, ০০:০০
উলস্নাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের উলস্নাপাড়ায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম আকবর আলীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন।
সোমবার দুপুরে উপজেলার মোমেনা আলী বিজ্ঞান স্কুলের অফিস রুমে সংবাদ সম্মেলনে সাবেক এমপি এম আকবর আলী বলেন, উলস্নাপাড়ায় বিএনপির কোনো স্থায়ী অফিস নাই। গত ৫ আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পরে বিএনপির কথিত আহ্বায়ক ও সদস্য-সচিবের নেতৃত্বে সংখ্যালঘু পরিবারের একটি দোকান দখল করে বিএনপি অফিসে সাইনবোর্ড টাঙানো হয়। এ সময় তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশ, বিএনপি নাম ভাঙ্গিয়ে যদি কেউ চাঁদাবাজি, দখলদারিত্ব করে তাৎক্ষণিক তাকে সেনাবাহিনীর হাতে তুলে দিন।
আর যেন কেউ দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি ও দখলদারিত্ব না করতে পারে সে জন্য আমি দলকে সংগঠিত করতে কাজ করে যাচ্ছি। যার কারণে বিএনপির কথিত কয়েকজন জনবিচ্ছিন্ন নেতা আমরা বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমি এইসব মিথ্যা অপপ্রচার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।