বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  ২০ আগস্ট ২০২৪, ০০:০০
পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল

দিনাজপুরের পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে কলেজ প্রাঙ্গণে শিক্ষক ও সাধারণ ছাত্রছাত্রীদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজে প্রায় দুই বছর ধরে সহকারী অধ্যাপকের মতো সিনিয়র শিক্ষক থাকা সত্ত্বেও অনিয়মতান্ত্রিক পদ্ধতিতে মিজানুর রহমান নামে একজন প্রভাষক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। সমাবেশে শিক্ষক নেতারা বলেন, সব নিয়ম-কানুন উপেক্ষা করে এই কলেজে যোগ্য সিনিয়র শিক্ষক থাকা সত্ত্বেও একজন প্রভাষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করতে দেওয়ায় শিক্ষার পরিবেশ বিনষ্ট হয়েছে। অনতিবিলম্বে তারা তার অপসারণ দাবি করেন। এ সময় কলেজের সহকারী অধ্যাপক আনোয়ারুল হকসহ বেশ ক'জন শিক্ষক বক্তব্য রাখেন।

শিক্ষকদের পাশাপাশি কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রভাষক মিজানুর রহমানের অপসারণ দাবি করে। তাদের দাবি এই অযোগ্য ও দুর্নীতিবাজ অধ্যক্ষকে অপসারণ করতে হবে। তাকে অপসারণ না করা পর্যন্ত আমাদের এ আন্দোলন চলতে থাকবে।

পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমানের অনুপস্থিতির কারণে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে