ফরিদগঞ্জে মেয়রের পদত্যাগ দাবিতে ছাত্রসমাজের অবস্থান কর্মসূচি

প্রকাশ | ২০ আগস্ট ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী ফ্যাসিবাদী সরকারের দোসর দাবি করে তার পদত্যাগ দাবি করে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্রসমাজ। শনিবার ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল বের হয়ে পৌরসভা কার্যালয়ে এসে হাজির হয়। পরে সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত চলে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। অবস্থান কর্মসূচিতে ছাত্রসমাজের পক্ষে বক্তব্য রাখেন- শাকিল মুশফিক, ইমাম হোসেন, মো. আতিক হোসেন, জিহাদুল ইসলাম প্রমুখ। তারা বলেন, পৌরসভাটি 'খ' শ্রেণি থেকে 'ক' শ্রেণিতে উন্নিত হলেও সেবার মান বাড়েনি। বরং দুর্নীতি বেড়েছে। মেয়র পৌরসভায় নানা অনিয়ম করেছেন। তাই আমরা তার পদত্যাগ দাবি করছি।' একই সঙ্গে তার দোসর ক্যাশিয়ার গিয়াস উদ্দিনেরও পদত্যাগ দাবি করেন তারা। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের গণহত্যাকারী খুনিদের দ্রম্নত বিচার ও ফরিদগঞ্জের সব দপ্তরের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।