বিভিন্ন দাবিতে নার্সিং ও ডিপেস্নামা ইঞ্জিনিয়ারিং সার্ভেয়ারদের বিক্ষোভ

প্রকাশ | ২০ আগস্ট ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
ফরিদপুরে বিভিন্ন দাবিতে নার্সিং শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন -যাযাদি
ফরিদপুরে ১২ দফা দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে নার্সিং শিক্ষার্থীরা। এদিকে, রাজশাহীর চারঘাটে ডিপেস্নামা-ইন-ইঞ্জিনিয়ারিং সার্ভেয়ার/সমমান পদে কর্মরতদের বেতন স্কেল ১০ম গ্রেডের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর- ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরে বৈষম্যবিরোধী নার্সিং ছাত্র আন্দোলনের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১২ দফা দাবিতে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ করেছে। সোমবার ফরিদপুর শহরের মুজিব সড়কে প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে। শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে- কারিগরিমুক্ত নার্সিং, ডিপেস্নামা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিকে ডিগ্রি সমমান করা, পোস্ট বেসিকের সময় সরকারি/বেসরকারি কোটার বৈষম্য দূর, থার্ড টাইম এডমিশন বাতিল, বেসরকারি কলেজের নির্দিষ্ট পরিমাণ কোর্স ফি নির্ধারণ, ফ্রি ইন্টার্নশিপ, তিন বছরের কোর্স তিন বছরেই শেষ করতে হবে, সরকারি হাসপাতালে নার্সদের ঘাটতি কমাতে প্রতি বছর নিয়োগ, নার্সিং প্রফেশনে বিসিএস পদ যোগ করতে হবে, সব কলেজের টিচার প্যানেলে কোয়ালিটিফুল এবং অভিজ্ঞ টিচার নিয়োগ দিতে হবে এবং এডমিশন এক্সামের পাস মার্ক ৪০ থেকে ৬০ করতে হবে। চারঘাট (রাজশাহী) প্রতিনিধি জানান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বাকশিবো)'র অধীনে ডিপেস্নামা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পাসকৃত সার্ভেয়ার/সমমান পদে কর্মরতদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে রাজশাহী সরকারী সার্ভে ইনস্টিটিউট'র শিক্ষার্থীরা। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সার্ভেয়াররা ডিজিটাল, ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা ও ভূমি অধিগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের উন্নয়ন রিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন কারিগর হিসেবে বিভিন্ন দপ্তরে সার্ভেয়ার/সমমানের পদে কর্মরত থেকে সার্ভে ডিপেস্নামা প্রকৌশলীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ কারিগরি শিক্ষাবের্াডের আওতায় বিগত ১৯৮৭ সাল হতে সব ডিপেস্নামা-ইন- ইঞ্জিনিয়ারিং সার্ভে তিন বছর মেয়াদি শিক্ষাক্রম চালু হয়। উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদে কর্মরত ইঞ্জিনিয়ারিং ডিপেস্নামাধারীদের দ্বিতীয় শ্রেণি পদমর্যাদা, বেতন স্কেল ১০ম গ্রেডে ও পদবি উপ-সহকারী প্রকৌশলী করার সিদ্ধান্ত হয়। সংশ্লিষ্ট নিয়োগবিধিতে প্রয়োজনীয় সংশোধনীর অনুরোধ করা হয়। বাংলাদেশ ম্যানেজমেন্ট সার্ভয়ার'স অ্যাসোশিয়েশন কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুলস্নাহ আল মাসুম বলেন, 'আমরা প্রায় ৩০ বছর ধরে বৈষম্যের শিকার। আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। ছাত্রছাত্রীদের আন্দোলনের সঙ্গে আমরা একাত্মতা ঘোষণা করছি।' রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউট ছাত্র ও সম্বয়ক জাহিদুল ইসলাম বলেন, সারা বাংলাদেশ ৩৬টি টেকনোলজির মধ্যে ৩৫টি ইতোমধ্যে ১০ম গ্রেডে উন্নত হয়েছে। শুধু সার্ভে ডিপেস্নামা বৈষম্যের শিকার। তাই শিগগিরই বেতন স্কেল ১০ম গ্রেডের উন্নীত করার দাবি জানান তিনি।