ভেড়ামারায় বিএনপি'র জনসভা অনুষ্ঠিত

প্রকাশ | ২০ আগস্ট ২০২৪, ০০:০০

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম -যাযাদি
কুষ্টিয়ার ভেড়ামারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব হত্যার বিচার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার স্থানীয় বাসস্ট্যান্ডে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি শিহাবুল ইসলামের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কুষ্টিয়া-২ (ভেড়ামারা- মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম আলম। আরও বক্তব্য রাখেন মিরপুর উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান, ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, বিএনপি নেতা নুরউদ্দিন নুরু ভিপি, অধ্যক্ষ আসলাম উদ্দীন, বদরুজ্জামান বাদল, ভেড়ামারা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জানবার হোসেন, প্রচার সম্পাদক জাহিদুর রহমান রঞ্জু, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম রেজা, সদস্য সচিব মোশাররফ হোসেন, যুগ্ম আহ্বায়ক বিপস্নব আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল আলম রোকন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান জিন্না প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসর কর্তৃক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকান্ডসহ সব হত্যার বিচার করতে হবে। এ দাবি এখন বাংলার জনগণের। তাকে দ্রম্নত বিচারের আওতায় আনতে হবে। হাসিনা সরকারের করুণ পরিণতি থেকে আমাদের শিক্ষা নিতে হবে।