নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে ভোলা ও মানিকগঞ্জে মানববন্ধন

প্রকাশ | ২০ আগস্ট ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
ভোলায় নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগীরা -যাযাদি
নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবিতে ভোলায় বিক্ষোভ ও মানববন্ধন এবং মানিকগঞ্জে তিতাস গ্যাস ট্রান্সমিশন ডিস্টিবিউশন অফিস ঘেরাও করেছেন ছাত্র-জনতা ও ভুক্তভোগীরা। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর- স্টাফ রিপোর্টার, ভোলা জানান, ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়া ও নিরবচ্ছিন্ন বিদু্যতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ভোলার শহরের কে-জাহান মার্কেটের সামনে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন ইসলামী ছাত্র আন্দোলন জেলার উত্তর শাখা। এছাড়াও মানববন্ধনে বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, ভোলার তিনটি গ্যাস ক্ষেত্রে ৯টি কূপে প্রচুর পরিমাণ গ্যাস মজুদ রয়েছে। অথচ ভোলা পৌরসভা এলাকায় ২ হাজার ৩৭৬টি সংযোগ রয়েছে। এত গ্যাস মজুদ থাকার পরেও ভোলার মানুষ ঘরে ঘরে গ্যাস সংযোগ পাচ্ছে না। অথচ ভোলার গ্যাস সিলিন্ডারে করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। আমরা চাই ভোলার গ্যাস আগে ভোলার জেলার প্রতিটি ঘরে ঘরে সংযোগ দিতে হবে ও জেলা নিরবচ্ছিন্নভাবে বিদু্যৎ সরবরাহ দিতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এটাই দাবি। এ সময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের ভোলা জেলার উত্তর শাখার সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান, ভোলা পৌর শাখার সভাপতি মাওলানা আক্তার হোসেন, ইসলামী ছাত্র আন্দোলনের উত্তরের সভাপতি মো. আবু জাফর প্রমুখ। মানিকগঞ্জ প্রতিনিধি জানান, নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন ডিস্টিবিউশন অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে মানিকগঞ্জের ছাত্র-জনতা ও ভুক্তভোগীরা। সোমবার সদর উপজেলার জাগির এলাকায় অর্ধশতাধিক ছাত্র-জনতা ও ভুক্তভোগীরা আঞ্চলিক গ্যাস অফিস কার্যালয়ে যান। ছাত্র-জনতার পক্ষে আল আমীন আহমেদ রোহেল অভিযোগ করেন, 'আমরা মানিকগঞ্জ পৌরবাসী গত ১৫ বছর ধরে নিয়মিত বিল পরিশোধ করেও আবাসিক লাইনে গ্যাস সরবরাহ পাচ্ছে না। বিষয়টির সুরাহ হওয়া প্রয়োজন। সে জন্য আমরা সাধারণ ছাত্র-জনতা গ্যাস অফিসে এসে এখানকার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। আমরা তাদের সাতদিনের সময় দিয়েছি। আগামী সাতদিনের মধ্যে গ্যাস না পেলে আমরা মহাসড়কে নামতে বাধ্য হব। অভিযোগ অস্বীকার করে তিতাস গ্যাস ট্রান্সমিশন ডিস্টিবিউশন আঞ্চলিক বিক্রয় বিভাগ মানিকগঞ্জের ব্যবস্থাপক মোহাম্মদ আলী বলেন, 'আমাদের নেটওয়ার্কে যতটুকু গ্যাস সরবরাহ থাকে তা আমরা বিপণন করি। ছাত্রজনতার দাবি আমাদের অফিস থেকে পূরণ করা সম্ভব না। দাবিগুলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাব।' এ সময় উপস্থিত ছিলেন আল আমীন আহমেদ রোহেল, রাকিবুল ইসলাম সজল,রমজান মাহামুদ, খাইরুল ইসলাম রবিন, আব্দুল কাউয়ুম, আব্দুলস্নাহ আল মামুন, সবুজ আহমেদ শরিফুল ইসলাম, মাহবুবুর রহমান, জোবায়ের আহমেদ জুয়েল ও তাঞ্জিল শেখ প্রমুখ।