গাজীপুর ও পাকুন্দিয়ায় সড়কে ঝরল দুই প্রাণ
প্রকাশ | ২০ আগস্ট ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
ট্রাক চাপায় গাজীপুরে মোটর সাইকেল চালক ও কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাইসাইকেল চালকের মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুর মহানগরের টান কড্ডা এলাকায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে ট্রাক চাপায় এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। তার কোন পরিচয় পাওয়া যায়নি। সোমবার ভোরে এই দুর্ঘটনা ঘটেছে। লাশটি সকাল সাড়ে সাতটার দিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গাজীপুর মহানগরের বাসন থানার এসআই দুলাল চন্দ্র জানিয়েছেন, টাঙ্গাইল থেকে গাজীপুরগামী মোটর সাইকেলটিকে সোমবার ভোরে অজ্ঞাত এক ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় মোটর সাইকেলে থাকা চালক মহাসড়কে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। লাশটি টান কড্ডা এলাকায় বাসন ইউনিয়ন হাসপাতালের বিপরীত পাশে মহাসড়কে পড়ে থাকার খবর পেয়ে সকাল সাড়ে সাতটার দিকে উদ্ধার করে করা হয়। তার গায়ে একটি জিন্সের প্যান্ট ও নীল রঙের কটি ছিল। মোটর সাইকেলটির নম্বর হলো ঢাকা মেট্রো ল- ৫৪-৯৮৯২। এছাড়া লাশটি সনাক্তকরণের সঙ্গে অন্য কিছু পাওয়া যায়নি।
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গায় বালুবাহী ট্রাকের চাপায় সাইকেল আরোহী একজন নিহত হয়েছে। পলাতক রয়েছে ট্রাক চালক। সোমবার সকাল সাড়ে দশটার দিকে পাটুয়াভাঙ্গা ভিটিপাড়া আলতু শাহ মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এমাদাদুল হক (৪৫) পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কলাদিয়া গ্রামের মৃত আ. আউয়াল মুন্সীর ছেলে।
জানা যায়, সকালে ব্যক্তিগত কাজে বাই-সাইকেল চালিয়ে দরগা বাজারে যাচ্ছিলেন তিনি। পথে বালুবাহী একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি মাথায় গুরুত্বর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
আহুতিয়া তদন্তের কেন্দ্রের ইনচার্জ জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। প্রয়োজনীয় পদক্ষেপের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।