মোমবাতি প্রজ্বলন, নীরবতা পালন আর দেশাত্মবোধক গানে গানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সারাদেশে নিহতদের পরম শ্রদ্ধায় স্মরণ করলেন রাজধানীর মিরপুরে অবস্থিত বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ। এ উপলক্ষে গত ১৪ আগস্ট সন্ধ্যায় কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা ক্যাম্পাসের খোলা মাঠে আয়োজন করে বিশেষ স্মরণানুষ্ঠানের। এতে বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মোমবাতি প্রজ্বলন কর্মসূচির শুরু হয় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো, অধ্যক্ষ সুদীপ কুমার মন্ডল, একাডেমিক কাউন্সিলের আহ্বায়ক মো. জাকিদুল ইসলাম এবং ছাত্র আন্দোলনে কলেজের সমন্বয়ক মোহাম্মদ আসিফ শেখ। উপস্থিত ছিলেন একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব সুশীল চাকমা, শিক্ষক প্রতিনিধি মোস্তাকিয়া মাহমুদা পারভীন ও ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক আব্দুল হাই মজুমদার প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি