বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ১৯ আগস্ট ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

বৃক্ষরোপণ কর্মসূচি

\হস্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

'নিজে বাঁচি, পরিবেশ বাঁচাই' এই স্স্নোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে 'গ্রিন ব্রাহ্মণবাড়িয়া' নামক একটি সংগঠন। গত শুক্রবার শহরের আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে শতাধিক বিভিন্ন ফলজ ও কাঠজাতীয় বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। এ সময় ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি সাংবাদিক মোহাম্মদ আরজু, আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু জামাল, পিস ভিশন বাংলাদেশের সভাপতি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর, সানলাইফ হাসাপাতালের কর্ণধার জাহাঙ্গীর হোসেন, গ্রিন ব্রাহ্মণবাড়িয়ার অ্যাডমিন প্যানেল উপদেষ্টা কোহিনূর আক্তার প্রিয়া।

কর্মী সমাবেশ

\হউলস্নাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উলস্নাপাড়ায় প্রধান অতিথি সাবেক এমপি এম আকবর আলীর উদ্যেগে উলস্নাপাড়াকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করতে ১৪টি ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার পৌর শহরের ঝিকিড়ায় জিনিয়াস স্কুল মাঠে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উলস্নাপাড়া উপজেলাকে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার মুক্ত, একটি আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন। এ সময় ছিলেন শফিউল মোমেন শফি, জাহিদুল ইসলাম মিষ্টার, আজিজুল হক মানু, আব্দুর রাজ্জাক সন্টুসহ ছাত্রদল, যুবদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা।

মতবিনিময় সভা

ম হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পৌর ও কলেজ শাখার সাবেক নেতাদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার অপরাহ্নে বিএনপি নেতা আজিজুল আহসানের সভাপতিত্বে পৌর শহরের সাবেক এমপি আফজাল এইচ খানের রাজনৈতিক কার্যালয়ে সাবেক ছাত্রদলের সভাপতি নূরে আলমের সঞ্চালনায় এ সময় ছিলেন সাবেক ছাত্রদলের সভাপতি লুৎফর রহমান, বিএনপি নেতা জহিরুল ইসলাম বাবু, আনোয়ার হোসেন, শেখ ফরিদ, গোলাম মোস্তফাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা।

শাহাদতবার্ষিকী

ম ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

বিশ্ববরেণ্য আলেমে দ্বিন শহীদ আলস্নামা দেলওয়ার হোসেন সাঈদী (রাহ.) প্রথম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। গত শনিবার দিনব্যাপী পিরোজপুরে আলস্নামা সাঈদী সাহেবের নিজ হাতে গড়া সাঈদী ফাউন্ডেনের মাঠে লাখো জনতার অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান সামিম বিন সাঈদীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শেখ মোয়াজ্জম হোসেন হেলাল, বিশেষ অতিথি ছিলেন জননেতা মাসুদ সাঈদী, বিশিষ্ট আলেমে দ্বিন মাওলানা আব্দুলস্না আল আমিন, মাওলানা তারেক মনোয়ার।

চারা বিতরণ

ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে দেড় শতাধিক রিকশা ও ভ্যান শ্রমিকদের নিয়ে মধ্যাহ্ন ভোজের আয়োজন ও ফলজগাছের চারা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে শ্রমিকদের রজনিগন্ধার স্টিক দিয়ে বরণ কওে নেওয়া হয়। এমন ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলার বিসমিলস্নাহ নার্সারির মালিক মো. জাহাঙ্গীর আলম। শনিবার পৌর এলাকার নূরজাহানপুর (অব.) সামরিক কলোনি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন। আরও ছিলেন নূরজাহানপুর (অব.) সামরিক কলোনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কুমার কণ্ঠ।

সাংবাদিকদের মতবিনিময়

ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী নেতাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। শনিবার সন্ধ্যায় পীরগঞ্জ প্রেস ক্লাব হলরুমে পীরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক মেহের এলাহীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সোহানুর ইসলাম সোহান, আবু সালেহ সিহাব, লাহুল গালিব, তারেক রহমান, সানজিদ ইসলাম, জাহিদুল ইসলাম ও মিঠু ইসলাম, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সিনিয়র সাংবাদিক মোকাদ্দেশ হায়াত মিলন, দুলাল সরকার।

দোয়া ও সমাবেশ

ম সুজানগর (পাবনা) প্রতিনিধি

পাবনার সুজানগরে সাম্প্রতিক সময়ের আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিচারের দাবিতে সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পাবনার সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ মাঠে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। সুজানগর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পৌর বিএনপির সভাপতি কামরুল হুদা কামাল বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এ বি এম তৌফিক হাসান।

আলোচনা সভা

ম সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের সলঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সলঙ্গা থানার শিক্ষার্থীদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে সলঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক আ ফ ম জহুরুল ইসলামের সভাপতিত্বে ও ঢাকা কলেজের ছাত্র কাওছার আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেনর্ যাব-১২ এর অপস্‌ অফিসার সহকারী পুলিশ সুপার উসমান গণি, সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক, সলঙ্গা থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান সরকার, থানা বিএনপির সহ-সভাপতি মারুফ হাসান খোকন, শ্রমিক দলের আহ্বায়ক আহসান হাবীব, ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাশেদ ইবনে আজাদ।

মতবিনিময় সভা

ম তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে বিএনপি'র চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের সঙ্গে তাড়াশ উপজেলা বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা মুহুরী অফিস চত্বরে উপজেলা বিএনপির সভাপতি স. ম. আফসার আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মো. দুলাল হোসেন, সংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. সাইদুর রহমান।

শান্তি সমাবেশ

ম দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ঐক্য ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার উলাইল মডেল উচ্চ বিদ্যালয়ে মাঠে শান্তি সমাবেশ প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবির। কলিয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি অ্যাডভোকেট গোলাম হোসেন গোলাপের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. ফেরদৌস রহমান, জেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক লোকমান হোসেন।

দায়িত্ব পালন

ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন, ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান উপ-সচিব আকবর হোসেনের স্বাক্ষরিত গত ১৪ আগস্ট অফিস আদেশে উপজেলা পরিষদ চেয়ারম্যানদের বিভিন্ন কারণে তাদের পদ থেকে অফিস অদেশ জারি করা হয়েছে। তারই ধরাবাহিকতায় সারাদেশের ন্যায় সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শামসীল আরেফিন টিটুর পদ শূন্য করা হয়েছে বলে অফিস আদেশ সুত্রে জানা গেছে। এসংক্রান্ত বিষয়ে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান এটি সরকারি সিদ্ধান্ত, সেই মোতাবেক উপজেলা নির্বাহী অফিসার উপজেলা পরিষদের সব কার্যক্রম পরিচালনা করতে হবে।

বসতঘরে আগুন

ম তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের তাড়াইলে ছনাটি গ্রামে অগ্নিকান্ডে বসতঘর ও গরু পুড়ে ছাই। যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৬ লক্ষাধিক টাকা। জানা যায়, রোববার দুপুরে খাদেম মিয়ার চুলার আগুনের স্ফুলিঙ্গ তৌফিক মিয়ার বসতঘরে গিয়ে পড়ে। বসতঘরে থাকা পাটসুলায় আগুন লাগলে সঙ্গেই পুরো ঘরে আগুন ধরে যায়। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে মুঠোফোনে খবর দেয়। ফায়ার সার্ভিস আসার আগেই তৌফিক মিয়ার পুরো ঘর পুড়ে যায়। তার পাশেই মাফিজ মিয়ার গোয়ালে বেঁধে রাখা একটি বাছুর ও গরু পুড়ে যায়। পাশে থাকা সাত্তার মিয়ার ঘরে আগুন ধরলে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। তাড়াইল ফায়ার সার্ভিসের নিজাম উদ্দিন, লিডার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। আমাদের আট সদস্যের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দোয়া মাহফিল

ম নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে শুক্রবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ উপজেলা শাখা নবাবগঞ্জ দিনাজপুরের আয়োজনে ৭১ মঞ্চে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিবস উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা এবং সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্বাস্থ্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা সদস্য বিনোদনগর ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম (ফতেহ), জেলা বিএনপির সদস্য মো. আবু তাহের কারী, নবাবগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে