কুলাউড়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিনের নানা অপকর্ম নিয়ে গত ১১ আগস্ট যায়যায়দিনে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসে বনবিভাগ। শেষতক কুলাউড়া থেকে রেঞ্জ কর্মকর্তা রিয়াজকে প্রত্যাহার করা হয়েছে।
জানা যায়, সাম্প্র্রতি রিজার্ভ ফরেস্টের কয়েক কোটি টাকার গাছ বিক্রি ও অন্যান্য দুর্নীতির কর্মকান্ডে রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে যায়যায়দিনসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) হুমায়ুন কবির গত ১৩ আগস্ট এক আদেশ লিপিতে তাকে কুলাউড়া থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। রিয়াজ উদ্দিনকে সিলেট বিভাগীয় বন বিভাগের অফিসে সংযুক্ত করা হয়।
এদিকে রিয়াজকে প্রত্যাহার করায় কুলাউড়ার ভুক্তভোগী জনসাধারণের মধ্যে স্বস্তি বিরাজ করছে। তাদের দাবি রিয়াজকে শুধু প্রত্যাহার নয়, চাকরি থেকেও অব্যাহতির দাবি জানান তারা।
সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) হুমায়ুন কবির জানান, রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে স্থানীয় লোকজনসহ গণমাধ্যমে বিভিন্ন অভিযোগ উঠায় তাকে প্রত্যাহার করা হয়েছে।