ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে ডা. মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার বিকাল ৪টার দিকে নরসিংদী প্রেস ক্লাবের সামনে জেলার সব সাধারণ শিক্ষার্থী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
শিক্ষার্থীরা জানান, বাংলাদেশের তনু, মিতু, সাগর-রুনি হত্যাসহ সব অমীমাংসিত হত্যাকান্ডের বিচার দ্রম্নত করতে হবে।
যাতে করে বাংলাদেশের কোনো নারী অনিরাপদ না থাকেন, সে ব্যাপারে নতুন সরকারের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান। সেই সঙ্গে ডা. মৌমিতা হত্যায় জড়িতদের দ্রম্নত গ্রেপ্তর করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে ভারত সরকারের প্রতি দাবি জানানো হয়।
নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নরসিংদী সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী সামিয়া জামান, তানভীর আহমেদ, সাকিব মৃধা ও শিবপুর সরকারি শহিদ আসাদ কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইদ্রিছ আলী প্রমুখ।