বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১

অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদের ফলে বদলি হয়েছিলেন সাতক্ষীরার সিভিল সার্জন!

খুলনা অফিস
  ১৯ আগস্ট ২০২৪, ০০:০০
অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদের ফলে বদলি হয়েছিলেন সাতক্ষীরার সিভিল সার্জন!

নিয়োগ বাণিজ্যসহ নানা বিষয়ে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় সাতক্ষীরা জেলার সিভিল সার্জন ডা. শেখ সুফিয়ান রুস্তমকে বদলি করেছিল স্বাস্থ্যসেবা বিভাগ। স্বাস্থ্য বিভাগের সাতক্ষীরা জেলায় ১৬ থেকে ২০ গ্রেডের তৃতীয় ও চতুর্থ শ্রেণির একটি নিয়োগে স্থানীয় তৎকালীন এমপি, রাজনৈতিক নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের অনৈতিক দাবি না রাখায় এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ডা. শেখ সুফিয়ান রুস্তম। ফ্যাসিস্ট সরকারের ওই সব কর্তৃত্ববাদী নেতা আমলাদের প্রায় ৩০ কোটি টাকার নিয়োগ বাণিজ্য করতে বড় বাধা হয়েছিলেন তিনি, করে ছিলেন তীব্র প্রতিবাদ।

এ কারণেই সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পাওয়ার মাত্র সাত মাসের মধ্যে কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও তড়িঘড়ি করে চলতি বছরের গত ২৮ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে স্ট্যান্ড রিলিজের আদেশ দেওয়া হয়। ওই আদেশে তাকে সাতক্ষীরা জেলার সিভিল সার্জনের পদ থেকে ভোলার জেলার ২৫০ শয্যা হাসপাতালের সহকারী পরিচালক হিসেবে বদলি করা হয়। যোগ্য আর মেধাবীদের নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়োগে বাহবার পরিবর্তে পেতে হয় শাস্তিমূলক বদলির আদেশ।

এর আগে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে 'ইউএইচএফপিও' হিসেবে দায়িত্ব পালন করেন।

এ বিষয়ে ডা. শেখ সুফিয়ান রুস্তম বলেন, 'ভালোভাবে কাজ করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তবুও সঠিক কাজ করার চেষ্টা করে যাচ্ছি। এক শ্রেণির সুবিধাভোগী যারা সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য বরাদ্দ হওয়া অর্থ লুটপাট করে খেয়েছেন, স্বাস্থ্য বিভাগে নিয়োগের ক্ষেত্রে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছেন, আমার মতো যারা এসবের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছেন তারাই ভীষণভাবে বৈষম্যের শিকার হয়েছেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে