কালিহাতীর শাজাহান সিরাজ কলেজে গোল্ডকাপ টুর্নামেন্ট বাতিলের দাবি

প্রকাশ | ১৯ আগস্ট ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইলের কালিহাতী শাজাহান সিরাজ কলেজ আয়োজিত 'শহীদ আবু সাইদ-মুগ্ধ গোল্ডকাপ টুর্নামেন্ট' বাতিলের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী বিক্ষোভ সমাবেশ করেছে। রোববার দুপুরে ওই টুর্নামেন্ট বাতিলের দাবিতে সাধারণ ছাত্রছাত্রী ক্লাস ছেড়ে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ-সমাবেশে যোগ দেয়। সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইল জেলা সমন্বয়ক ফাতেমা রহমান বীথি ও সহ-সমন্বয়ক শরৎ খান, কালিহাতী উপজেলার সমন্বয়ক মেহেদী হাসান (রনি), মৃদুল হাসান, বেলাল তালুকদার, আরাফাত হোসেন সিয়াম, সোলাইমান আকন্দ, রিহাত, শাওন, শাকিল, শাওন প্রমুখ। বক্তারা বলেন, শহীদদের নিয়ে তামাশা করার জন্যই এই গোল্ডকাপের আয়োজন করা হয়েছে। তাছাড়া কালিহাতী শাজাহান সিরাজ কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুকলা ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলে ওই টুর্নামেন্টের উদ্যোগ নেন। অথচ চলমান বৈষম্যবিরোধী আনন্দোলনে তার কোনো ভূমিকা ছিল না। বক্তারা টুর্নামেন্টটি বাতিল করা না হলে অধ্যক্ষের অপসারণ দাবিতে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেবেন বলে জানান। সমাবেশ শেষে ছাত্রনেতারা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মজিবর রহমানের সঙ্গে দেখা করেন এবং টুর্নামেন্ট বাতিলের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।