লক্ষ্ণীপুরের রামগতিতে ভুলুয়া নদী থেকে বাঁধ অপসারণে মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার উপজেলা পরিষদের সামনের সড়কে ভুক্তভোগীরা এ কর্মসূচির আয়োজন করে।
তাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন, সদস্যসচিব সিরাজ উদ্দিন, পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র সাহেদ আলী পটু, উপজেলা জেএসডির সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু, পৌর বিএনপির সদস্যসচিব ও ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মুর্তুজা আল আমিন প্রমুখ।
জানা যায়, দীর্ঘ দিন ধরে চর পোড়াগাছা চেয়ারম্যান নুরুল আমিন হাওলাদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালামের অনুগত অসাধু ব্যক্তিরা মাছ শিকারের নামে ভুলুয়া নদী ও তার সংযোগ খালের বিভিন্ন পয়েন্টে বাঁধ দেয়া। এতে রামগতি উপজেলা ও পার্শ্ববর্তী উপজেলা কমলনগরের চর কাদিরা ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়ন এবং গ্রামগঞ্জ পানিতে তলিয়ে যায়। গত কয়েক সপ্তার টানা ভারী বর্ষণে ও মৌসুমি জোয়ারে জলাবদ্ধতার সৃষ্টি হয়।